ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৩১১ বোতল ফেনসিডিলসহ শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলেজ শিক্ষক জসিমের সিন্ডিকেটের অবৈধ ঔষধ ও চোরাই মোবাইলের রমরমা বাণিজ্য !! বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য : নাহিদ ইসলাম চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে বরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন নেতানিয়াহু পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ধামরাইয়ে ১৯৬ মন্ডপে শারদীয় দুর্গোৎসব

ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরো ৪ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন
বলে জানা গেছে। এছাড়াও বাসের ১০/১২ জন যাত্রী সাধারণ ভাবে আহত হয়েছেন। শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে,কুষ্টিয়া থেকে ৫টি মোটরসাইকেল যোগে দশ জন ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলেন তারা। কেউ পাশের বাজারে গিয়েছিলেন চা খেতে। এসময় ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের  একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরো ৪ জন। এছাড়া বাসের কমপক্ষে ১০/১২ যাত্রী সাধারণ ভাবে আহত হয়েছে। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,‘দূর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এসময় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং বাসটিকে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী আহাদ মুন্সী নামের এক যুবক বলেন,‘কুষ্টিয়া থেকে তারা মোটরসাইকেল নিয়ে ঢাকা যাচ্ছিলেন। মুন্সীরবাজার এলাকার হাইওয়ের পাশে মোটরসাইকেল থামিয়ে কয়েকজন বিশ্রাম নিচ্ছিলেন। আবার কয়েকজন বাজারে গেছিলেন। এমন সময় বাসটি সড়ক থেকে পাশে এসে ওই মোটরসাইকেলগুলির উপর উঠায় দেয়। এসময় বাসটি সড়কের পাশের গাছপালার মধ্যে ঢুকে পড়ে। আমরা দৌড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় দেখি, আরো তিন/চার জন গুরুতর আহত। তাদের কাছের হাসপাতালে পাঠানো হয়। এসময় বাসের ১০/১২ জন যাত্রী আহত হয়েছে।’
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান,‘দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। নিহতের পরিচয় নিশ্চিত হবার চেষ্টা চলছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো এবং বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০১:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরো ৪ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন
বলে জানা গেছে। এছাড়াও বাসের ১০/১২ জন যাত্রী সাধারণ ভাবে আহত হয়েছেন। শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে,কুষ্টিয়া থেকে ৫টি মোটরসাইকেল যোগে দশ জন ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকার এক্সপ্রেসওয়ের পাশে মোটরসাইকেল রেখে বিশ্রাম নিচ্ছিলেন তারা। কেউ পাশের বাজারে গিয়েছিলেন চা খেতে। এসময় ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের  একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেলগুলোকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরো ৪ জন। এছাড়া বাসের কমপক্ষে ১০/১২ যাত্রী সাধারণ ভাবে আহত হয়েছে। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,‘দূর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এসময় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং বাসটিকে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী আহাদ মুন্সী নামের এক যুবক বলেন,‘কুষ্টিয়া থেকে তারা মোটরসাইকেল নিয়ে ঢাকা যাচ্ছিলেন। মুন্সীরবাজার এলাকার হাইওয়ের পাশে মোটরসাইকেল থামিয়ে কয়েকজন বিশ্রাম নিচ্ছিলেন। আবার কয়েকজন বাজারে গেছিলেন। এমন সময় বাসটি সড়ক থেকে পাশে এসে ওই মোটরসাইকেলগুলির উপর উঠায় দেয়। এসময় বাসটি সড়কের পাশের গাছপালার মধ্যে ঢুকে পড়ে। আমরা দৌড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় দেখি, আরো তিন/চার জন গুরুতর আহত। তাদের কাছের হাসপাতালে পাঠানো হয়। এসময় বাসের ১০/১২ জন যাত্রী আহত হয়েছে।’
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান,‘দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি। নিহতের পরিচয় নিশ্চিত হবার চেষ্টা চলছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলো এবং বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’