“জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এ প্রতিপাদকের সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক, দেবেন্দ্র নাথা উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছমিনা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, আগামীতে ডিজিটাল জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।