ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা ‘পলিথিন ব্যাগের উৎপাদন বন্ধে ১ নভেম্বর থেকে অভিযান’ নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি র‍্যাব-১৩ দিনাজপুর হতে চাঞ্চল্যকর তহিদুর রহমান বাঙ্গু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার আশুলিয়ায় লতিফ মন্ডল ও আক্কাস আলী মন্ডল মূর্তি মান আতংকের নাম ফাইল আটকে কৌশলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে এসেছে রাজস্ব কর্মকর্তাদের মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বিকাশ এজেন্টের মালিক আজাদের বিরুদ্ধে জোর করে জমির দলিল নিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

এক যুগ পরেও স্বজনরা কবর খুঁজে পাবেন: মেয়র আতিক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি আতওতাধীন ছয়টি কবরস্থানকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিতে চাই। এজন্য সিটি করপোরেশন স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম নামে একটি অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে সব কবরের ডাটাবেজ থাকবে। কোন কবরের ওপর কাকে কবর দেওয়া হয়েছে তার ধারাবাহিকভাবে তালিকা থাকবে।

গুলশানে সিটি করপোরেশনের নগর ভবনে এই সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশনে আগে কবরস্থানে কবরের কোনো কোড নম্বর ছিল না। স্বজনকে কবর দিলে কয়েক বছর পর তা খুঁজে পাওয়া যেত না। কারণ নির্দিষ্ট সময় পরপর এক কবরের ওপর আরেক কবর দেওয়া হয়। ডিজিটাল ব্যবস্থাপনায় একযুগ পর হলেও স্বজনরা কবর খুঁজে পাবেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বনানীসহ সব কবরস্থানে ৫০০ টাকায় দাফন করা যাবে। সিটি করপোরেশনের সব কবরস্থান নাগরিকদের জন্য উন্মুক্ত। বনানী কবরস্থানেও নিম্নআয়ের মানুষকে দাফন করা যাবে। কেউ নির্ধারিত ৫০০ টাকা দিতে না পারলে ফ্রিতে দাফন করতে পারবেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কবরস্থান ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের আওতায় আসায় ঘরে বসেই কবরস্থানের দাফন সনদ সংগ্রহ করা যাবে। সফটওয়্যারের মাধ্যমে কবরস্থান ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হবে। এর মাধ্যমে কবরস্থানে দাফনদের তথ্যভান্ডার তৈরি হচ্ছে। কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সফটওয়্যারে পাওয়া যাবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

এক যুগ পরেও স্বজনরা কবর খুঁজে পাবেন: মেয়র আতিক।

আপডেট সময় ০৩:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি আতওতাধীন ছয়টি কবরস্থানকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিতে চাই। এজন্য সিটি করপোরেশন স্মার্ট কবরস্থান ব্যবস্থাপনা সিস্টেম নামে একটি অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে সব কবরের ডাটাবেজ থাকবে। কোন কবরের ওপর কাকে কবর দেওয়া হয়েছে তার ধারাবাহিকভাবে তালিকা থাকবে।

গুলশানে সিটি করপোরেশনের নগর ভবনে এই সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশনে আগে কবরস্থানে কবরের কোনো কোড নম্বর ছিল না। স্বজনকে কবর দিলে কয়েক বছর পর তা খুঁজে পাওয়া যেত না। কারণ নির্দিষ্ট সময় পরপর এক কবরের ওপর আরেক কবর দেওয়া হয়। ডিজিটাল ব্যবস্থাপনায় একযুগ পর হলেও স্বজনরা কবর খুঁজে পাবেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বনানীসহ সব কবরস্থানে ৫০০ টাকায় দাফন করা যাবে। সিটি করপোরেশনের সব কবরস্থান নাগরিকদের জন্য উন্মুক্ত। বনানী কবরস্থানেও নিম্নআয়ের মানুষকে দাফন করা যাবে। কেউ নির্ধারিত ৫০০ টাকা দিতে না পারলে ফ্রিতে দাফন করতে পারবেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কবরস্থান ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের আওতায় আসায় ঘরে বসেই কবরস্থানের দাফন সনদ সংগ্রহ করা যাবে। সফটওয়্যারের মাধ্যমে কবরস্থান ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হবে। এর মাধ্যমে কবরস্থানে দাফনদের তথ্যভান্ডার তৈরি হচ্ছে। কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সফটওয়্যারে পাওয়া যাবে।