ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রতি শুক্রবার আদাবরেও বসবে কৃষকের বাজার

নিরাপদ ও সহজলভ্যের সবজিসহ অন্যান্য খাবারের যোগান দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে আদাবরে চালু হয়েছে কৃষকের বাজার।

প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল এই কৃষকের বাজারে বিক্রি করবেন।

কৃষকের বাজার উদ্বোধনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আবুল কাশেম বলেন, এই ওয়ার্ডের কৃষকের বাজারটি আদাবরবাসীর নিরাপদ খাদ্যের যোগান দেবে। কাউন্সিলর কার্যালয় থেকে বাজার ব্যবস্থাপনা ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করা হবে। ওয়ার্ডের অন্যান্য এলাকায় বাজারটি আয়োজনের বিষয়ে আমরা সচেষ্ট থাকব।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের নিরাপদ খাদ্য চাষে প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত মনিটরিং করা হয়। বাজার ব্যবস্থার সঙ্গে কৃষকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে কৃষকের বাজার একটি কার্যকরী এবং সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগগুলো টেকসই এবং দেশব্যাপী বিস্তৃত করা প্রয়োজন।

ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, কৃষকের বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত চাষী তাদের উৎপাদিত নিরাপদ পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেবেন। ফলে ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাবেন। ভোক্তা-কৃষকের মধ্যকার দূরত্ব হ্রাস করে উভয় পক্ষকে উপকৃত করার লক্ষ্যে ঢাকা মহানগরে ইতোমধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ডব্লিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে ১২টি কৃষকের বাজার স্থাপিত হয়েছে। বাজারগুলো টেকসই করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

প্রতি শুক্রবার আদাবরেও বসবে কৃষকের বাজার

আপডেট সময় ০৪:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

নিরাপদ ও সহজলভ্যের সবজিসহ অন্যান্য খাবারের যোগান দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে আদাবরে চালু হয়েছে কৃষকের বাজার।

প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল এই কৃষকের বাজারে বিক্রি করবেন।

কৃষকের বাজার উদ্বোধনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আবুল কাশেম বলেন, এই ওয়ার্ডের কৃষকের বাজারটি আদাবরবাসীর নিরাপদ খাদ্যের যোগান দেবে। কাউন্সিলর কার্যালয় থেকে বাজার ব্যবস্থাপনা ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করা হবে। ওয়ার্ডের অন্যান্য এলাকায় বাজারটি আয়োজনের বিষয়ে আমরা সচেষ্ট থাকব।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের নিরাপদ খাদ্য চাষে প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত মনিটরিং করা হয়। বাজার ব্যবস্থার সঙ্গে কৃষকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে কৃষকের বাজার একটি কার্যকরী এবং সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগগুলো টেকসই এবং দেশব্যাপী বিস্তৃত করা প্রয়োজন।

ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, কৃষকের বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত চাষী তাদের উৎপাদিত নিরাপদ পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেবেন। ফলে ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং কৃষকরা পণ্যের সঠিক মূল্য পাবেন। ভোক্তা-কৃষকের মধ্যকার দূরত্ব হ্রাস করে উভয় পক্ষকে উপকৃত করার লক্ষ্যে ঢাকা মহানগরে ইতোমধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ডব্লিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে ১২টি কৃষকের বাজার স্থাপিত হয়েছে। বাজারগুলো টেকসই করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।