ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগুন নেভাতে এগিয়ে এলেন চন্দ্রিমার ব্যবসায়ীরা

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে এগিয়ে এসেছেন পার্শ্ববর্তী চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা। আগুনের ঘটনায় যখন হাজারো উৎসুক জনতা ছবি-ভিডিওতে ব্যস্ত তখন ফায়ার সার্ভিসের পানির পাইপ মেরামতে চেষ্টা করছেন এ মার্কেটের ব্যবসায়ীরা।

শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের কাজে তাদের সহযোগিতা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, প্লাস্ট্রিক বস্তা, রশি এবং পলিথিন দিয়ে পেঁচিয়ে পাইপের লিকেজ বন্ধ করছেন চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এসময় হাজারো উৎসুক জনতার ভিড় দেখা যায়। তাদের কেউ কেউ ছবি তুলছেন। কেউ কেউ ভিডিও করছেন। আবার কেউ কেউ তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন।

চন্দ্রিমা মার্কেটের দোকানদার আনোয়ার বলেন, যে মার্কেটটায় আগুন জ্বলছে তার ঠিক পাশের মার্কেটটিই আমাদের। আমরা বঙ্গবাজারে দেখেছি কীভাবে একের পর এক আগুনে ছারখার হয়ে গেছে চারটি মার্কেট। এখানে ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন ইতোমধ্যে তৃতীয় তলায় পৌঁছে গেছে। সেই আগুন যদি পাশের চন্দ্রিমা সুপার মার্কেটে আসে তবে আরেকটি বিপর্যয়ের মুখে পড়বো আমরা। তাই চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ী দোকানকাররা সর্বোচ্চ চেষ্টা করছি, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছি।

আরেক ব্যবসায়ী মামুন বলেন, দেখেন কত মানুষ! কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে কতজন! এতো মানুষের দরকার পড়ে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল বের করতে সহযোগিতার বদলে উৎসুক জনতার কারণে সমস্যা হচ্ছে।

এদিকে অনেক চেষ্টা করেও ফায়ার সার্ভিসের পানির পাইপ সরানো যাচ্ছে না। কোথাও আবার লিকেজ হচ্ছে। উৎসুক জনতার এসবে ভ্রূক্ষেপ নাই।

উল্লেখ্য,আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

আগুন নেভাতে এগিয়ে এলেন চন্দ্রিমার ব্যবসায়ীরা

আপডেট সময় ১১:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে এগিয়ে এসেছেন পার্শ্ববর্তী চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা। আগুনের ঘটনায় যখন হাজারো উৎসুক জনতা ছবি-ভিডিওতে ব্যস্ত তখন ফায়ার সার্ভিসের পানির পাইপ মেরামতে চেষ্টা করছেন এ মার্কেটের ব্যবসায়ীরা।

শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের কাজে তাদের সহযোগিতা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, প্লাস্ট্রিক বস্তা, রশি এবং পলিথিন দিয়ে পেঁচিয়ে পাইপের লিকেজ বন্ধ করছেন চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এসময় হাজারো উৎসুক জনতার ভিড় দেখা যায়। তাদের কেউ কেউ ছবি তুলছেন। কেউ কেউ ভিডিও করছেন। আবার কেউ কেউ তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন।

চন্দ্রিমা মার্কেটের দোকানদার আনোয়ার বলেন, যে মার্কেটটায় আগুন জ্বলছে তার ঠিক পাশের মার্কেটটিই আমাদের। আমরা বঙ্গবাজারে দেখেছি কীভাবে একের পর এক আগুনে ছারখার হয়ে গেছে চারটি মার্কেট। এখানে ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন ইতোমধ্যে তৃতীয় তলায় পৌঁছে গেছে। সেই আগুন যদি পাশের চন্দ্রিমা সুপার মার্কেটে আসে তবে আরেকটি বিপর্যয়ের মুখে পড়বো আমরা। তাই চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ী দোকানকাররা সর্বোচ্চ চেষ্টা করছি, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছি।

আরেক ব্যবসায়ী মামুন বলেন, দেখেন কত মানুষ! কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে কতজন! এতো মানুষের দরকার পড়ে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল বের করতে সহযোগিতার বদলে উৎসুক জনতার কারণে সমস্যা হচ্ছে।

এদিকে অনেক চেষ্টা করেও ফায়ার সার্ভিসের পানির পাইপ সরানো যাচ্ছে না। কোথাও আবার লিকেজ হচ্ছে। উৎসুক জনতার এসবে ভ্রূক্ষেপ নাই।

উল্লেখ্য,আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।