সরকার বিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয় দফায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে সংলাপে বসবে বিএনপি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে পৃথকভাবে দুটি দলের সঙ্গে সংলাপ শুরু হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথমে সকাল ১১টা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বেলা ১২টায় জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করবে বিএনপি। দুটি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন।
জানা গেছে, ইসলামী ঐক্যজোট, ডেমোক্রেটিক লীগসহ ১১টি দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করবে বিএনপি। আর প্রথম দফায় ২৩টি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি। দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা দেওয়া হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।