ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক-২

রাজধানীর উত্তরার পূর্ব থানার বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম জানা যায়নি। আজ বুধবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের কাঁচাবাজার থেকে তাঁদের আটক করে পূর্ব থানার পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর কাঁচাবাজারের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ কয়েকজন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়তই চাঁদা তুলতে এসেছিলেন। এ নিয়ে মাছ ব্যবসায়ীর সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। সেখান থেকে পুলিশ এসে শাওন সরকারসহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় চাওনের সহযোগীরা কৌশলে পালিয়ে যান।

ডিএমপির উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ জানান, আজ দুপুরে বাজারের মধ্যে দুই পক্ষ গ্যাঞ্জাম করেছিল। পরে সেখান থেকে দুই জনকে থানায় নেওয়া হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। তারা দুই পক্ষ বসে মীমাংসা করবে। হাতাহাতির কারণ জানতে চাইলে এসআই এজাজ বলেন, দুই পক্ষই আলাদা আলাদা দাবি করছে। তবে, তাদের দাবিগুলো জানতে চাইলে জানাননি পুলিশের এই কর্মকর্তা।

এবিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, দুই পক্ষই মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেনি। যার কারণে দুই পক্ষের দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। দুই পক্ষের লোকজনকে ডাকা হচ্ছে। তারা আসলে মীমাংসার জন্য থানায় বসা হবে।

উল্লেখ্য, এই বাজারটিতে দুই সমিতির দ্বন্দ্বে ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিতে হামলা ও সমিতির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছিল। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকে) জমিতে অবৈধভাবে দখল করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে বাজারটিতে ওই দুই সমিতির লোকজনের মধ্যে মারামারি-হানাহানির ঘটনা ঘটেই চলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

উত্তরায় বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক-২

আপডেট সময় ১০:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

রাজধানীর উত্তরার পূর্ব থানার বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম জানা যায়নি। আজ বুধবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের কাঁচাবাজার থেকে তাঁদের আটক করে পূর্ব থানার পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর কাঁচাবাজারের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ কয়েকজন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়তই চাঁদা তুলতে এসেছিলেন। এ নিয়ে মাছ ব্যবসায়ীর সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। সেখান থেকে পুলিশ এসে শাওন সরকারসহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় চাওনের সহযোগীরা কৌশলে পালিয়ে যান।

ডিএমপির উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ জানান, আজ দুপুরে বাজারের মধ্যে দুই পক্ষ গ্যাঞ্জাম করেছিল। পরে সেখান থেকে দুই জনকে থানায় নেওয়া হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। তারা দুই পক্ষ বসে মীমাংসা করবে। হাতাহাতির কারণ জানতে চাইলে এসআই এজাজ বলেন, দুই পক্ষই আলাদা আলাদা দাবি করছে। তবে, তাদের দাবিগুলো জানতে চাইলে জানাননি পুলিশের এই কর্মকর্তা।

এবিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, দুই পক্ষই মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেনি। যার কারণে দুই পক্ষের দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। দুই পক্ষের লোকজনকে ডাকা হচ্ছে। তারা আসলে মীমাংসার জন্য থানায় বসা হবে।

উল্লেখ্য, এই বাজারটিতে দুই সমিতির দ্বন্দ্বে ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিতে হামলা ও সমিতির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছিল। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকে) জমিতে অবৈধভাবে দখল করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে বাজারটিতে ওই দুই সমিতির লোকজনের মধ্যে মারামারি-হানাহানির ঘটনা ঘটেই চলেছে।