ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডিরেক্টরস গিল্ডের স্বপথ অনুষ্ঠান

টেলিভিশন মিডিয়ার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের দ্বি-বার্ষিক নির্বাচন শিল্পকলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীদের স্বপথ অনুষ্ঠান ২২মার্চ বিকেলে মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু নির্বাচিত সভাপতি অনন্ত হীরাকে স্বপথ বাক্য পাঠ করান। এ সময় সদস্য বিএইচ নিশান উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সভাপতি অনন্ত হীরা নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকলকে স্বপথ বাক্য পাঠ করান। পরে এই কমিটিকে মিডিয়ার কয়েকটি সংগঠনঃ টেলিপ্যাব, নাট্যকার সংঘ, অভিনয় শিল্পী সংঘ, অডিও ভিসুয়াল ব্রডকাষ্ট এসোসিয়েশন, মেকাপম্যানদের সংগঠন ও সহকারী পরিচালকদের সংগঠন ফুলের শুভেচ্ছা জানান। সাবেক সভাপতি অভিনেতা সালাউদ্দিন লাভলু নির্বাচনে অংশ নেয়া সভাপতি প্রার্থী এস.এ হক অলিককে মঞ্চে ডাকেন তার অনুভুতি ব্যক্ত করার জন্য। অনুষ্ঠান পরিচালনা করেন সালাউদ্দিন লাভলু, তার বক্তব্যের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

বিপতির পর ৬.৩০ মি. মঞ্চ নাটকের প্রদর্শনী হয়। নাটকের শুরুতে চারুনিড়ম থিমসং পরিবেশিত হয় মঙ্গল ধ্বর্নি মূর্তি মাত করি, মিলেছি মোরা শিল্পপ্রান। গীতিকার সুরকার ও শিল্পী চামেলী সিনহা। চারুনিডম প্রযোজিত, গাজী রাকায়েত নিদের্শিত ও অভিনীত ‘নানা রঙ্গের দিন’ ও ‘শরতের মেঘ’ নাটক ২টির মঞ্চায়ন হয়। অভিনয়ে গাজী রাকায়েত, গৌতম/শরতের মেঘ নাটকে সূর্বনা সাঈদ, আকন্দ জাহিদ অভিনয় করেন। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

ডিরেক্টরস গিল্ডের স্বপথ অনুষ্ঠান

আপডেট সময় ১০:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

টেলিভিশন মিডিয়ার পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের দ্বি-বার্ষিক নির্বাচন শিল্পকলায় অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ীদের স্বপথ অনুষ্ঠান ২২মার্চ বিকেলে মহিলা সমিতি মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু নির্বাচিত সভাপতি অনন্ত হীরাকে স্বপথ বাক্য পাঠ করান। এ সময় সদস্য বিএইচ নিশান উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সভাপতি অনন্ত হীরা নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকলকে স্বপথ বাক্য পাঠ করান। পরে এই কমিটিকে মিডিয়ার কয়েকটি সংগঠনঃ টেলিপ্যাব, নাট্যকার সংঘ, অভিনয় শিল্পী সংঘ, অডিও ভিসুয়াল ব্রডকাষ্ট এসোসিয়েশন, মেকাপম্যানদের সংগঠন ও সহকারী পরিচালকদের সংগঠন ফুলের শুভেচ্ছা জানান। সাবেক সভাপতি অভিনেতা সালাউদ্দিন লাভলু নির্বাচনে অংশ নেয়া সভাপতি প্রার্থী এস.এ হক অলিককে মঞ্চে ডাকেন তার অনুভুতি ব্যক্ত করার জন্য। অনুষ্ঠান পরিচালনা করেন সালাউদ্দিন লাভলু, তার বক্তব্যের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

বিপতির পর ৬.৩০ মি. মঞ্চ নাটকের প্রদর্শনী হয়। নাটকের শুরুতে চারুনিড়ম থিমসং পরিবেশিত হয় মঙ্গল ধ্বর্নি মূর্তি মাত করি, মিলেছি মোরা শিল্পপ্রান। গীতিকার সুরকার ও শিল্পী চামেলী সিনহা। চারুনিডম প্রযোজিত, গাজী রাকায়েত নিদের্শিত ও অভিনীত ‘নানা রঙ্গের দিন’ ও ‘শরতের মেঘ’ নাটক ২টির মঞ্চায়ন হয়। অভিনয়ে গাজী রাকায়েত, গৌতম/শরতের মেঘ নাটকে সূর্বনা সাঈদ, আকন্দ জাহিদ অভিনয় করেন। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।