ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রীপুরে ডাকাতি করার সময় নিরাপত্তা প্রহরী খুন

  • মোঃ হানিফ মাদবর
  • আপডেট সময় ১০:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • ৫৬৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে সংঘবদ্ধ ডাকাত চক্র দিনের বেলা ভাঙ্গারীর মালের ফেরি করে বেড়াত এবং রাতের আঁধারে করত ডাকাতি।

দিনের বেলা ভাঙ্গারী মাল বাড়ি, বাড়ি গিয়ে ক্রয় করত এবং দেখতো কোনো বাড়িতে কি আছে। আর রাতের আঁধারে ডাকাতি করার পরিকল্পনা করত তারা আগে থেকে দেখে রাখত যে কিভাবে রাতের বেলা বাড়িতে ডোকা যাবে, সেই রাস্তা দিনেরর বেলায় ভাঙ্গারীর মাল ফেলি করার সময়ই দেখে রাখত, তারই ধারাবাহিকতাই ,গত ১৭, মার্চ গাজীপুরের শ্রীপুরে আল-আমিন পোল্ট্রি ফিড দোকানের নিরাপত্তা প্রহরীকে খুন করে সাটারের তালা কেটে সিন্দুকসহ নগদ টাকা ও কয়েকটি ব্যাংকের চেক লুটের ঘটনার দের মাস পর ঘটনায় জড়িত ৪ জন ডাকাতকে উপজেলার পৃথক, পৃথক এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লুটে নেওয়া ৫,৫৫,২৮০মধ্যে,১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সারে ১০ টার সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক কৃতরা হলো ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মন্ডলবাড়ী গ্ৰামের আদ্বুল কাদেরের ছেলে আমিনুল ইসলাম রতন (৩৩) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিড়িশগুড়ি গ্ৰামের মৃতঃ আদ্বুল হাসেম ও রফে হাসুর ছেলে শরিফ সরকার( ৩৪) ময়মনসিংহের তারা কান্দা উপজেলার পান্ডুলি (ঢাকির কান্দা) গ্ৰামের মৃত: ইউসুফ আলীর ছেলে সোহেল ফকির (৩৭) এবং গাজীপুর মহানগরের পুবাইল (হায়দারবাদ ) এলাকার ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী মোল্লা (৩৮)।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই ) মিজানুর রহমান জানান গত সোমবার রাতে আমিনুল ইসলাম রতনকে শ্রীপুর পৌরসভার মাওনা এবং শরিফ সরকারকে উপজেলার জৈনা বাজার থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের শীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার রাতে সোহেল ফকির মোহাম্মদ আলী মোল্লাকে উপজেলার এমসি, বাজার এলাকা থেকে আটক করা হয় জানান, আমিনুল ইসলাম রতন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

শ্রীপুরে ডাকাতি করার সময় নিরাপত্তা প্রহরী খুন

আপডেট সময় ১০:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

গাজীপুরের শ্রীপুরে সংঘবদ্ধ ডাকাত চক্র দিনের বেলা ভাঙ্গারীর মালের ফেরি করে বেড়াত এবং রাতের আঁধারে করত ডাকাতি।

দিনের বেলা ভাঙ্গারী মাল বাড়ি, বাড়ি গিয়ে ক্রয় করত এবং দেখতো কোনো বাড়িতে কি আছে। আর রাতের আঁধারে ডাকাতি করার পরিকল্পনা করত তারা আগে থেকে দেখে রাখত যে কিভাবে রাতের বেলা বাড়িতে ডোকা যাবে, সেই রাস্তা দিনেরর বেলায় ভাঙ্গারীর মাল ফেলি করার সময়ই দেখে রাখত, তারই ধারাবাহিকতাই ,গত ১৭, মার্চ গাজীপুরের শ্রীপুরে আল-আমিন পোল্ট্রি ফিড দোকানের নিরাপত্তা প্রহরীকে খুন করে সাটারের তালা কেটে সিন্দুকসহ নগদ টাকা ও কয়েকটি ব্যাংকের চেক লুটের ঘটনার দের মাস পর ঘটনায় জড়িত ৪ জন ডাকাতকে উপজেলার পৃথক, পৃথক এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লুটে নেওয়া ৫,৫৫,২৮০মধ্যে,১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সারে ১০ টার সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক কৃতরা হলো ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মন্ডলবাড়ী গ্ৰামের আদ্বুল কাদেরের ছেলে আমিনুল ইসলাম রতন (৩৩) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিড়িশগুড়ি গ্ৰামের মৃতঃ আদ্বুল হাসেম ও রফে হাসুর ছেলে শরিফ সরকার( ৩৪) ময়মনসিংহের তারা কান্দা উপজেলার পান্ডুলি (ঢাকির কান্দা) গ্ৰামের মৃত: ইউসুফ আলীর ছেলে সোহেল ফকির (৩৭) এবং গাজীপুর মহানগরের পুবাইল (হায়দারবাদ ) এলাকার ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী মোল্লা (৩৮)।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই ) মিজানুর রহমান জানান গত সোমবার রাতে আমিনুল ইসলাম রতনকে শ্রীপুর পৌরসভার মাওনা এবং শরিফ সরকারকে উপজেলার জৈনা বাজার থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের শীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার রাতে সোহেল ফকির মোহাম্মদ আলী মোল্লাকে উপজেলার এমসি, বাজার এলাকা থেকে আটক করা হয় জানান, আমিনুল ইসলাম রতন।