ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবদুস সাত্তার বরগুনা সদর উপজেলার মধ্যে বুড়িরচর এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের একটি মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন মাওলানা আবদুস সত্তার। নিজেই মৃতের জানাজা পড়ান। এরপর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে একটি তেলবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে। এই ট্রাকের চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জানাজা পড়িয়ে ফেরার পথে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

আপডেট সময় ১০:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

বরগুনায় জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী ট্রাকচাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবদুস সাত্তার বরগুনা সদর উপজেলার মধ্যে বুড়িরচর এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের একটি মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন মাওলানা আবদুস সত্তার। নিজেই মৃতের জানাজা পড়ান। এরপর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে একটি তেলবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে। এই ট্রাকের চালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।