ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে আমরা আর কোনো অবিচার চাই না’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

স্পিকারের সঙ্গে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১২ মার্চ) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষ্যে বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকারের সঙ্গে শনিবার সন্ধ্যায় এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের কনভেনশন ক্লাস্টার রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা বাংলাদেশ-ভারত সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভারতের ভূমিকা এদেশের মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করা জরুরি।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত-বাংলাদেশ একত্রে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে।

ভারত জি-২০ ফোরামের নেতৃত্ব গ্রহণ করার পরিপ্রেক্ষিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার মাধ্যমে ভারতীয় নেতৃত্বকে অভিনন্দন জানান।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে।

ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা বলেন, জি-২০ এর কার্যক্রমের অংশ হিসেবে সংসদীয় সম্পর্ক আরও জোরদারকরণে ভারতীয় লোকসভা পি-২০ সম্মেলনের আয়োজন করবে, যাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই আমন্ত্রণের জন্য লোকসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনকল্যাণ নিশ্চিতকরণে জনগণের প্রতিনিধি সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরো ঘনিষ্ঠ করতে হবে। জি-২০ নেতৃত্বের এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় লোকসভা এক্ষেত্রে জোরালো কার্যক্রম গ্রহণ করতে পারে। বর্তমান বিশ্বে কোভিড পরবর্তী সংকট নিরসনে সবার অংশগ্রহণ অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ইত্যাদি সমকালীন প্রেক্ষাপটে কোনো দেশ পৃথকভাবে সংকট মোকাবিলা করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দৃঢ়তা ও নিষ্ঠার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে দারিদ্র্যের হার চল্লিশ থেকে একুশ শতাংশে নেমে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে ওম বিরলা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে ভারত সরকার অত্যন্ত আনন্দিত। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় মো. শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের গ্র্যান্ড হল এবিসি-তে ১৪৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়

স্পিকারের সঙ্গে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১২ মার্চ) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৬তম আইপিইউ সম্মেলন উপলক্ষ্যে বাহরাইনের রাজধানী মানামা সফররত স্পিকারের সঙ্গে শনিবার সন্ধ্যায় এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের কনভেনশন ক্লাস্টার রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা বাংলাদেশ-ভারত সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, বাংলাদেশের অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভারতের ভূমিকা এদেশের মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করা জরুরি।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত-বাংলাদেশ একত্রে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে।

ভারত জি-২০ ফোরামের নেতৃত্ব গ্রহণ করার পরিপ্রেক্ষিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার মাধ্যমে ভারতীয় নেতৃত্বকে অভিনন্দন জানান।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে।

ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা বলেন, জি-২০ এর কার্যক্রমের অংশ হিসেবে সংসদীয় সম্পর্ক আরও জোরদারকরণে ভারতীয় লোকসভা পি-২০ সম্মেলনের আয়োজন করবে, যাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই আমন্ত্রণের জন্য লোকসভার স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনকল্যাণ নিশ্চিতকরণে জনগণের প্রতিনিধি সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরো ঘনিষ্ঠ করতে হবে। জি-২০ নেতৃত্বের এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় লোকসভা এক্ষেত্রে জোরালো কার্যক্রম গ্রহণ করতে পারে। বর্তমান বিশ্বে কোভিড পরবর্তী সংকট নিরসনে সবার অংশগ্রহণ অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ইত্যাদি সমকালীন প্রেক্ষাপটে কোনো দেশ পৃথকভাবে সংকট মোকাবিলা করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দৃঢ়তা ও নিষ্ঠার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে দারিদ্র্যের হার চল্লিশ থেকে একুশ শতাংশে নেমে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে ওম বিরলা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে ভারত সরকার অত্যন্ত আনন্দিত। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় মো. শাহে আলম এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আলমাহি এরশাফ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের গ্র্যান্ড হল এবিসি-তে ১৪৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।