ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে আমরা আর কোনো অবিচার চাই না’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

রাজধানীতে ভিন্ন রকমের এক সকাল

সকাল হয়েছে অনেক আগেই তবুও রাজপথে নেই অফিসগামী মানুষের ঢল। গণপরিবহনগুলো অনেকটাই ফাঁকা, নেই যানজট, খুব একটা যানবাহন নামেনি সড়কে। বাস-হেলপারদের নেই হাঁকডাক, ফুটপাত জুড়ে মানুষের জটলাও নেই। মোড়ে রিকশা ও সিএনজি অটোরিকশার চালকরা দাঁড়িয়ে থাকলেও কাঙ্ক্ষিত যাত্রীদের উপস্থিতি নেই। বেশিরভাগ দোকান এখনো খোলেনি। সব মিলিয়ে ছুটির দিনের সকালে ভিন্ন রূপ পেয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (৮ মার্চ) শবে বরাত উপলক্ষ্যে সরকারি-বেসরকারি ছুটির কারণেই এমন রূপ পেয়েছে রাজধানী ঢাকা।

সকাল সকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ গণপরিবহনে যাত্রীর সংখ্যা খুবই কম। সেই সঙ্গে গণপরিবহনও তুলনামূলক অনেক কম। দোকানগুলোর বেশিরভাগই বন্ধ, ফুটপাত ধরে অফিসগামী মানুষের ঢল নামেনি। সাধারণ মানুষের চলাচলও চোখে পড়ার মতো নয়। মোড়ে মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা। কিন্তু তারাও যাত্রী পাচ্ছেন না। তারা বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ হয় তো বেড়িয়ে আসবে।

সাভার থেকে গাবতলী, শ্যামলী, আগারগাঁও হয়ে মহাখালী রুটে চলাচল করা বৈশাখী পরিবহনের চলকের সহযোগী আনোয়ার হোসেন বলেন, পুরো রাস্তা এসেছি ৮/১০ যাত্রী নিয়ে। সড়ক একদম ফাঁকা। ছুটির দিন হওয়ায় শবে বরাতের নামাজ পরে মানুষ সকালে বের হয়নি। অনেক দিন পর যানজটহীন এমন একটা সকাল দেখা যাচ্ছে। গাবতলী থেকে মহাখালী আসতে ১৫ মিনিটও লাগেনি, অথচ অন্য দিকে এই পথ আসতে এক ঘণ্টার বেশি সময় লাগে।

মালিবাগে যাত্রীর অপেক্ষায় সড়কে দাঁড়ানো ছিলেন সিএনজিচালক এরশাদ আলী। ফাঁকা ঢাকার কথা জানিয়ে তিনি বলেন, সকালে বের হয়েছি গাড়ি নিয়ে, এখন পর্যন্ত ট্রিপ পেয়েছি মাত্র একটা। সকাল থেকে সড়কে মানুষ নেই। অন্য ছুটির দিনেও মানুষ বাইরে বের হয়। অনেকেই শবে বরাতের নামাজ পড়েছে, প্রতি বছরই শবে বরাতের রাতের পরের সকালে এমনটাই ফাঁকা থাকে।

রাজধানীর মগবাজার থেকে গুলশান-১ নম্বর এসেছেন লিটন আহমেদ নামের একজন। তিনি বলেন, ব্যক্তিগত কাজে সকালে গুলশান আসতে হয়েছে। কিন্তু আসার পথে দেখলাম বেশিরভাগ দোকানপাট বন্ধ, সড়কে যানবাহনও খুব কম, মানুষও নেই তেমন। ঈদের সময় যেমন রাজধানী ফাঁকা থেকে আজ অনেকটা তেমন। অন্য স্বাভাবিক দিনে যেমন যানজট, কোলাহল ও মানুষের ভিড় দেখি তার কিছুই নেই আজ। বলতে গেলে একেবারে ভিন্ন রূপে আজকের ঢাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়

রাজধানীতে ভিন্ন রকমের এক সকাল

আপডেট সময় ০২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

সকাল হয়েছে অনেক আগেই তবুও রাজপথে নেই অফিসগামী মানুষের ঢল। গণপরিবহনগুলো অনেকটাই ফাঁকা, নেই যানজট, খুব একটা যানবাহন নামেনি সড়কে। বাস-হেলপারদের নেই হাঁকডাক, ফুটপাত জুড়ে মানুষের জটলাও নেই। মোড়ে রিকশা ও সিএনজি অটোরিকশার চালকরা দাঁড়িয়ে থাকলেও কাঙ্ক্ষিত যাত্রীদের উপস্থিতি নেই। বেশিরভাগ দোকান এখনো খোলেনি। সব মিলিয়ে ছুটির দিনের সকালে ভিন্ন রূপ পেয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (৮ মার্চ) শবে বরাত উপলক্ষ্যে সরকারি-বেসরকারি ছুটির কারণেই এমন রূপ পেয়েছে রাজধানী ঢাকা।

সকাল সকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ গণপরিবহনে যাত্রীর সংখ্যা খুবই কম। সেই সঙ্গে গণপরিবহনও তুলনামূলক অনেক কম। দোকানগুলোর বেশিরভাগই বন্ধ, ফুটপাত ধরে অফিসগামী মানুষের ঢল নামেনি। সাধারণ মানুষের চলাচলও চোখে পড়ার মতো নয়। মোড়ে মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা। কিন্তু তারাও যাত্রী পাচ্ছেন না। তারা বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ হয় তো বেড়িয়ে আসবে।

সাভার থেকে গাবতলী, শ্যামলী, আগারগাঁও হয়ে মহাখালী রুটে চলাচল করা বৈশাখী পরিবহনের চলকের সহযোগী আনোয়ার হোসেন বলেন, পুরো রাস্তা এসেছি ৮/১০ যাত্রী নিয়ে। সড়ক একদম ফাঁকা। ছুটির দিন হওয়ায় শবে বরাতের নামাজ পরে মানুষ সকালে বের হয়নি। অনেক দিন পর যানজটহীন এমন একটা সকাল দেখা যাচ্ছে। গাবতলী থেকে মহাখালী আসতে ১৫ মিনিটও লাগেনি, অথচ অন্য দিকে এই পথ আসতে এক ঘণ্টার বেশি সময় লাগে।

মালিবাগে যাত্রীর অপেক্ষায় সড়কে দাঁড়ানো ছিলেন সিএনজিচালক এরশাদ আলী। ফাঁকা ঢাকার কথা জানিয়ে তিনি বলেন, সকালে বের হয়েছি গাড়ি নিয়ে, এখন পর্যন্ত ট্রিপ পেয়েছি মাত্র একটা। সকাল থেকে সড়কে মানুষ নেই। অন্য ছুটির দিনেও মানুষ বাইরে বের হয়। অনেকেই শবে বরাতের নামাজ পড়েছে, প্রতি বছরই শবে বরাতের রাতের পরের সকালে এমনটাই ফাঁকা থাকে।

রাজধানীর মগবাজার থেকে গুলশান-১ নম্বর এসেছেন লিটন আহমেদ নামের একজন। তিনি বলেন, ব্যক্তিগত কাজে সকালে গুলশান আসতে হয়েছে। কিন্তু আসার পথে দেখলাম বেশিরভাগ দোকানপাট বন্ধ, সড়কে যানবাহনও খুব কম, মানুষও নেই তেমন। ঈদের সময় যেমন রাজধানী ফাঁকা থেকে আজ অনেকটা তেমন। অন্য স্বাভাবিক দিনে যেমন যানজট, কোলাহল ও মানুষের ভিড় দেখি তার কিছুই নেই আজ। বলতে গেলে একেবারে ভিন্ন রূপে আজকের ঢাকা।