ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

তুরাগ-ভিক্টরক্লাসিকসহ ১৩ কোম্পানির বাসে ই-টিকিটিং শুরু ১ মার্চ

ঢাকা মহানগরে তৃতীয় পর্যায়ে তুরাগ-ভিক্টরক্লাসিকসহ ১৩টি পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল (১ মার্চ) থেকে এই ১৩টি পরিবহনের ৯৪৭টি বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

dhakapost

নতুন চালু হতে যাওয়া অন্যান্য বাস কোম্পানিগুলো হচ্ছে— আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর); ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর); ৬ নম্বর মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানি (প্রা.) লি. (কমলাপুর-নতুন বাজার); গ্রীন অনাবিল পরিবহন লি. (সাইনবোর্ড-গাজীপুর); গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোং লি. (যাত্রাবাড়ী-টঙ্গী স্টেশন রোড); অনাবিল সুপার লি. (সাইনবোর্ড-গাজীপুর); রাইদা এন্টারপ্রাইজ লি. (পোস্তগোলা-ধর) আসমানী পরিবহন লি. (মদনপুর-আব্দুল্লাহপুর); সময় ট্রান্সপোর্ট লি. (গুলিস্তান-কাঁচপুর); বৈশাখী পরিবহন লি. (সাভার-নতুন বাজার); রইছ পরিবহন লি. (সাভার নতুনবাজার); এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর) এবং মঞ্জিল এক্সপ্রেস লি. (কাঁচপুর-ধউর)।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকি গাড়িতে কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৯টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতি কর্তৃক নিয়োগকৃত ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করতেছে। যেসব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসে নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীদের অভিযোগ ই-টিকিটিংয়ের টিকেটে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নাই। কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরি করার জন্য আমরা বিআরটিএ’কে অনুরোধ জানিয়েছি। সে মোতাবেক বিআরটিএ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ ৪৬টি পরিবহনের স্টপেজের দূরত্ব মাপার কাজ শেষ করছে। দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরির কার্যক্রম চলছে। আশা করি, আগামী ১ সপ্তাহের মধ্যে ভাড়ার চার্ট পাওয়া যাবে। ভাড়ার চার্ট পাইলে ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেওয়া।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

তুরাগ-ভিক্টরক্লাসিকসহ ১৩ কোম্পানির বাসে ই-টিকিটিং শুরু ১ মার্চ

আপডেট সময় ১২:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

ঢাকা মহানগরে তৃতীয় পর্যায়ে তুরাগ-ভিক্টরক্লাসিকসহ ১৩টি পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল (১ মার্চ) থেকে এই ১৩টি পরিবহনের ৯৪৭টি বাসের যাত্রীরা ই-টিকিটিং সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

dhakapost

নতুন চালু হতে যাওয়া অন্যান্য বাস কোম্পানিগুলো হচ্ছে— আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর); ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর); ৬ নম্বর মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানি (প্রা.) লি. (কমলাপুর-নতুন বাজার); গ্রীন অনাবিল পরিবহন লি. (সাইনবোর্ড-গাজীপুর); গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোং লি. (যাত্রাবাড়ী-টঙ্গী স্টেশন রোড); অনাবিল সুপার লি. (সাইনবোর্ড-গাজীপুর); রাইদা এন্টারপ্রাইজ লি. (পোস্তগোলা-ধর) আসমানী পরিবহন লি. (মদনপুর-আব্দুল্লাহপুর); সময় ট্রান্সপোর্ট লি. (গুলিস্তান-কাঁচপুর); বৈশাখী পরিবহন লি. (সাভার-নতুন বাজার); রইছ পরিবহন লি. (সাভার নতুনবাজার); এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর) এবং মঞ্জিল এক্সপ্রেস লি. (কাঁচপুর-ধউর)।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকি গাড়িতে কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৯টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতি কর্তৃক নিয়োগকৃত ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করতেছে। যেসব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসে নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীদের অভিযোগ ই-টিকিটিংয়ের টিকেটে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নাই। কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরি করার জন্য আমরা বিআরটিএ’কে অনুরোধ জানিয়েছি। সে মোতাবেক বিআরটিএ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ ৪৬টি পরিবহনের স্টপেজের দূরত্ব মাপার কাজ শেষ করছে। দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরির কার্যক্রম চলছে। আশা করি, আগামী ১ সপ্তাহের মধ্যে ভাড়ার চার্ট পাওয়া যাবে। ভাড়ার চার্ট পাইলে ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেওয়া।