ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অপূরণকৃত নাগরিক সনদে সই না করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ

অপূরণকৃত (ব্ল্যাঙ্ক) নাগরিক সনদে সই না করতে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত বছরের ১৬ জুন একটি অপূরণকৃত নাগরিক সনদপত্রে সই করেন সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার। এ অভিযোগে তাকে গত ১৯ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয় স্থানীয় সরকার বিভাগ। পরে তিনি এর জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, অপূরণকৃত নাগরিক সনদে সই করে জারি করার অভিযোগে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই ইউপি চেয়ারম্যানকে সতর্ক করা হয়। এরপর থেকে আর কোনও অপূরণকৃত নাগরিক সনদ বা প্রত্যয়নপত্রে সই করেননি তিনি। ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও বিধি-বিধান অনুসরণের নির্দেশনা পালন করতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, অপূরণকৃত নাগরিক সনদে সই করে যেন জারি না করা হয় এ বিষয়ে সাতক্ষীরা সদরের আওতাধীন সব ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপূরণকৃত নাগরিক সনদে সই না করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ

আপডেট সময় ১২:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

অপূরণকৃত (ব্ল্যাঙ্ক) নাগরিক সনদে সই না করতে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত বছরের ১৬ জুন একটি অপূরণকৃত নাগরিক সনদপত্রে সই করেন সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার। এ অভিযোগে তাকে গত ১৯ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয় স্থানীয় সরকার বিভাগ। পরে তিনি এর জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, অপূরণকৃত নাগরিক সনদে সই করে জারি করার অভিযোগে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই ইউপি চেয়ারম্যানকে সতর্ক করা হয়। এরপর থেকে আর কোনও অপূরণকৃত নাগরিক সনদ বা প্রত্যয়নপত্রে সই করেননি তিনি। ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও বিধি-বিধান অনুসরণের নির্দেশনা পালন করতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, অপূরণকৃত নাগরিক সনদে সই করে যেন জারি না করা হয় এ বিষয়ে সাতক্ষীরা সদরের আওতাধীন সব ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হলো।