রাশিয়া ও ইউক্রেনের আশপাশের জলসীমায় জাহাজের জন্য যুদ্ধ-ঝুঁকি সংক্রান্ত বিমা চুক্তির মেয়াদ বাড়াচ্ছে প্রধান প্রধান জাপানি অ-জীবন বিমা কোম্পানিগুলো। যদিও কোম্পানিগুলো আগে জানিয়েছিল, পুনর্বিমাকরণের নিশ্চয়তায় জটিলতার কারণে তারা তাদের বিমা চুক্তি বাতিল করে দেবে।
তবে জাপান সরকারের অনুরোধে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। তোকিও মেরিন এন্ড নিচিদো ফায়ার ইন্স্যুরেন্স, সোম্পো জাপান ইন্স্যুরেন্স এবং মিৎসুই সুমিতোমো ইন্স্যুরেন্স এর আগে ঘোষণা করেছিল যে, তারা রাশিয়া সংক্রান্ত জাহাজ চলাচল ঝুঁকির বিমা চুক্তি বাতিল করে দেবে, কেননা পুনর্বিমা করা কোম্পানিগুলো এগুলোর বিমা চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছিল। বিমা কোম্পানিগুলো জানিয়েছিল, তারা তাদের বিমা চুক্তি জানুয়ারি মাসের ১ তারিখ থেকে বন্ধ করে দেবে।
তারা এখন দৃশ্যত তাদের চুক্তিগুলো আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে।