আধুনিক খাদ্য পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন খাদ্যের নমুনা পরীক্ষার মূল্যে নির্ধারণের বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জান এই ৩ সদস্যের কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেন।
সচিব আকরামুজ্জান জানান, এই কমিটিকে বিভিন্ন খাদ্যের নমুনা পরীক্ষার মূল্য নির্ধারণের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করে তা জমা দিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সেই সঙ্গে ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের রসায়নবিদকে কমিটির সদস্য সচিব এবং ডিএসসিসির আইন কর্মকর্তাকে এই কমিটির সদস্য করা হয়েছে।