ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জাতীয় সম্মেলন হবে ২৪ ডিসেম্বর (শনিবার)। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। তাই ওইদিন কোনো উসকানি না দেওয়ার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও অলঙ্করণ উপ-কমিটির প্রস্তুতি সভায় মন্ত্রী এ অনুরোধ জানান।

কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি সমাবেশ করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে বিএনপির উচিত ঢাকার বাইরে গিয়ে বিশাল সমাবেশ করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয়ে সংঘাতের আশঙ্কা করছেন কূটনীতিকরা। বিএনপিকে ২৪ ডিসেম্বর ঘিরে কোনো উসকানি না দেওয়ার অনুরোধ জানান তিনি।

৭ মার্চের চেয়ে ১০ ডিসেম্বর বিএনপির জনসভায় বেশি লোক ছিল বলে বিএনপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ছিল সুপার ফ্লপ। এদিন সারাদেশের সব ওয়ার্ড, থানা ও মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। যাতে বিএনপি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিএনপির ১০ দফা দাবিতে নতুন কিছু দেখছি না। বিএনপির দাবি জনগণের কাছেও কোনো মূল্য নেই। কারণ মানুষ বাঁচতে চায়।

তিনি বলেন, বিএনপি যা চেয়েছে তা পারেনি। বিএনপি বলেছিল ১০ ডিসেম্বর সরকারকে লাল কার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন আপু, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফরাজী, আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ কাদেরের

আপডেট সময় ০৬:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের জাতীয় সম্মেলন হবে ২৪ ডিসেম্বর (শনিবার)। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। তাই ওইদিন কোনো উসকানি না দেওয়ার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও অলঙ্করণ উপ-কমিটির প্রস্তুতি সভায় মন্ত্রী এ অনুরোধ জানান।

কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি সমাবেশ করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে বিএনপির উচিত ঢাকার বাইরে গিয়ে বিশাল সমাবেশ করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয়ে সংঘাতের আশঙ্কা করছেন কূটনীতিকরা। বিএনপিকে ২৪ ডিসেম্বর ঘিরে কোনো উসকানি না দেওয়ার অনুরোধ জানান তিনি।

৭ মার্চের চেয়ে ১০ ডিসেম্বর বিএনপির জনসভায় বেশি লোক ছিল বলে বিএনপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ছিল সুপার ফ্লপ। এদিন সারাদেশের সব ওয়ার্ড, থানা ও মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। যাতে বিএনপি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিএনপির ১০ দফা দাবিতে নতুন কিছু দেখছি না। বিএনপির দাবি জনগণের কাছেও কোনো মূল্য নেই। কারণ মানুষ বাঁচতে চায়।

তিনি বলেন, বিএনপি যা চেয়েছে তা পারেনি। বিএনপি বলেছিল ১০ ডিসেম্বর সরকারকে লাল কার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন আপু, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফরাজী, আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।