আজ শুক্রবার (৪ এপ্রিল) বগুড়া শেরপুর উপজেলার ভাইরাল জাফলংয়ে আনন্দ উল্লাস ও গোসল করতে পানির নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক শিশুর।
বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা এলাকায় বাঙালি নদীর পানি কমে যাওয়ার কারনে নদীর নিচের তল স্থান বের হয়। সুঘাট ইউনিয়ন এর জোড়্গাছা ব্রীজ এর নীচে অবস্থিত বাঙালি নদীর পানি শুকিয়ে যাওয়ার তল স্থান কে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে মিনি জাফলং হিসেবে। ব্রিজের নিচে বসেছে বিভিন্ন রকম দোকান। ভাইরাল হওয়া মিনি জাফলং দেখতে ছুটে আসছে প্রতিদিন অনেক মানুষ।
জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার জোড়গাছা গ্রামের ভাইরাল জাফলং এ নানা তরিকুল ইসলামের সাথে ঘুরতে এসে নাতি সাদাত হোসেন পানিতে ডুবে নি’হত! সাদাতকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত্যু ঘোষনা করেন।
এলাকার সাধারণ মানুষেরা প্রশাসনের নিকট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মিনি জাফলং কে বন্ধের দাবি জানান তারা ।