বাজারের বাসিন্দা যৌন নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধী শিশু পরিবারের পুনর্বাসনে আজ ছোট আকারে চা, পান, বিস্কিট, চেনাচুর, সাবান, স্যাম্পুসহ বিভিন্ন পন্যের দোকান উদ্বোধন করলাম। রুপাস ভিশন ফর এক্সেপশনাল লাইভ এর সহায়তায় দোকান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওই দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধি শফিকুল আলম শুভ ভাই, আমার সহকর্মী আরজু। ওরা দুজন অমানসিক পরিশ্রম করেছে। আজ আমার শরীরটা তুলনামূলক খারাপ থাকার পরও এবং বাড়িতে অনেক মেহমান রেখে মানবিক কাজে চলে এসেছি।
এর আগে ওই পরিবারের অচল হয়ে পড়ে থাকা ভ্যানটি মেরামত করে দিয়েছি আমরা। ওরা স্বামী, স্ত্রী লেগে থাকলে আল্লাহর রহমতে নতুন জীবন খুঁজে পাবে ইনশাল্লাহ। এলাকাবাসী সহায়তা করলে ওরা ঘুরে দাঁড়াবেই ইনশাল্লাহ। একটা ফ্রিজের ব্যবস্থা করতে পারলে এই গরমে ঠান্ডা পানীয় বিক্রি করে লাভবান হতে পারতো
জামালপুর যৌন নির্যাতনের শিকার প্রতিবন্ধী শিশু পরিবারের পুনর্বাসন
-
জাকিরুল ইসলাম বাবু,জামালপুর ব্যুরো চিপ
- আপডেট সময় ০৪:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ৫২৭ বার পড়া হয়েছে