ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া শিক্ষার্থী আটক মূল পরীক্ষার্থী বহিষ্কার নির্বাচনের সুনির্দিষ্ট পরিষ্কার রোডম্যাপ চাই -বিএনপি নেতা আব্দুস সালাম কুমিল্লা সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ বগুড়ার গাবতলীতে ফুটবল ও ভলিবল বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল যশোর সদর উপজেলায় পাট ও ধান বীজ বিতরণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ বেগমগঞ্জে মিথ্যা অভিযোগের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে “প্রতিবাদ সভা” অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে টেকনাফের স্থলবন্দর ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা

ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
শুক্রবার (২৮ মার্চ) টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মোহাম্মদ সোহেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৬ এপ্রিল বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

আলু রপ্তানিকারক শামসুল আলম জানান, গত বছর মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যার কারণে টানা ১১ মাস যুদ্ধ চলছিল। এর ফলে র্দীঘদিন ধরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বন্ধ ছিল। গত ফেব্রুযারি মাস থেকে থেমে থেমে বাংলাদেশ থেকে কিছু সিমেন্ট, কোমল পানীয় ও আলু রপ্তানি হয়ে আসছিল। শুক্রবার একদিনেই তিনজন ব্যবসায়ীর ৮৮ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত বছর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখনো আকিয়াব-ইয়াঙ্গুন বন্দর দিয়ে পণ্য সামগ্রীক আসা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এরমধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।
এব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া শিক্ষার্থী আটক মূল পরীক্ষার্থী বহিষ্কার

ঈদ উপলক্ষে টেকনাফের স্থলবন্দর ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৯:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
শুক্রবার (২৮ মার্চ) টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মোহাম্মদ সোহেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৬ এপ্রিল বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

আলু রপ্তানিকারক শামসুল আলম জানান, গত বছর মিয়ানমারে অভ্যন্তরীণ সমস্যার কারণে টানা ১১ মাস যুদ্ধ চলছিল। এর ফলে র্দীঘদিন ধরে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বন্ধ ছিল। গত ফেব্রুযারি মাস থেকে থেমে থেমে বাংলাদেশ থেকে কিছু সিমেন্ট, কোমল পানীয় ও আলু রপ্তানি হয়ে আসছিল। শুক্রবার একদিনেই তিনজন ব্যবসায়ীর ৮৮ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত বছর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখনো আকিয়াব-ইয়াঙ্গুন বন্দর দিয়ে পণ্য সামগ্রীক আসা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এরমধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে।
এব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।