ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে এসএসসি পরীক্ষা নকলমুক্ত কেন্দ্র কুমিল্লা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ৬ আইনজীবী কারাগারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “ব্লু ইকোনমি” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ীতে আশু ভরদ্বাজ স্মরণে সভা পীরগঞ্জে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৪ জাবিতে ৯ শিক্ষক বরখাস্তের নোটিশ এক মাসেও জারি হয়নি তোফায়েলের পালক পুত্রের ৩৪ কোটি টাকার সম্পদ, দুদকের মামলা  গাজীপুরে জায়েন্ট টেক্সটাইল লিমিটেডে সন্ত্রাসী হামলা , থানায় অভিযোগ সাতক্ষীরা জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন

সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না: অভি

জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ৫ আগস্ট এর আন্দোলন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (২১ মার্চ) ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
অভি বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এ আন্দোলন ছিলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তাদের মত প্রকাশের অধিকার চায়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সামনেও আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো।
অভি আরও বলেন, আমরা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করতে চাই জনগণের ভোটে, এবং তার যে মূল লক্ষ্য ও উদেশ্য সেটা আমরা বাস্তবায়ন করবো। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, প্রত্যেকটা দফার মধ্যে, আমাদের এই দেশের, মানুষের জন্য দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা ঘটছে যা অনাকাঙ্ক্ষিত। এসকল অপকর্মের বিচার অচিরেই করতে হবে। এছাড়া ২০ মার্চ ধামরাই উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কাশেম হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সুজন মাহমুদ, শাওন আহমেদ, মীর আকিব আলী, রাশেদুল ইসলাম রাজু, রাশেদ মিয়া, শাকিল, আমিন বেপারী, পারভেজ পাঠান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নবীনগরে এসএসসি পরীক্ষা নকলমুক্ত কেন্দ্র

সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না: অভি

আপডেট সময় ০৫:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ৫ আগস্ট এর আন্দোলন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (২১ মার্চ) ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
অভি বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এ আন্দোলন ছিলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তাদের মত প্রকাশের অধিকার চায়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সামনেও আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো।
অভি আরও বলেন, আমরা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করতে চাই জনগণের ভোটে, এবং তার যে মূল লক্ষ্য ও উদেশ্য সেটা আমরা বাস্তবায়ন করবো। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, প্রত্যেকটা দফার মধ্যে, আমাদের এই দেশের, মানুষের জন্য দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা ঘটছে যা অনাকাঙ্ক্ষিত। এসকল অপকর্মের বিচার অচিরেই করতে হবে। এছাড়া ২০ মার্চ ধামরাই উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কাশেম হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সুজন মাহমুদ, শাওন আহমেদ, মীর আকিব আলী, রাশেদুল ইসলাম রাজু, রাশেদ মিয়া, শাকিল, আমিন বেপারী, পারভেজ পাঠান প্রমুখ।