মাগুরায় নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু আছিয়া (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে তার জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আজ (১৩ মার্চ) বিকেলে কলেজ প্রাঙ্গণে গায়েবানা জানাজার আয়োজন করেন।
জানাজায় অংশ নেন কলেজের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষকরা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৫ মার্চ মাগুরার মহম্মদপুর উপজেলায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আছিয়া। গুরুতর আহত অবস্থায় ৬ মার্চ সকালে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ৮ মার্চ সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনার পর থেকে দেশের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো আছিয়ার লাশ দেখতে চাই না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” ঢাকা কলেজ শিক্ষার্থীদের এই প্রতিবাদ এবং গায়েবানা জানাজা সমাজের সবাইকে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন হতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অনেকে।