ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ববি’তে জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল

জুলাই আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই মাহফিলে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিব হোসেন বলেন,
“আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ভবিষ্যতেও যদি কোনো সৈরাচার আবির্ভূত হয়, কোনো অন্যায়-জুলুম বাংলার বুকে নেমে আসে, তাহলে আমরা সকল সংগঠন, দল, মত ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারকে প্রতিহত করবো।”
মাহফিলে জুলাই অভ্যূত্থানে শহিদ রাকিবের ভাই বক্তব্য দেন এবং জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। তিনি সৈরাচারি শেখ হাসিনার যথাযথ বিচার দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিবর্গ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা, এবং ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষ অংশে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ববি’তে জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৯:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই মাহফিলে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিব হোসেন বলেন,
“আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ভবিষ্যতেও যদি কোনো সৈরাচার আবির্ভূত হয়, কোনো অন্যায়-জুলুম বাংলার বুকে নেমে আসে, তাহলে আমরা সকল সংগঠন, দল, মত ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারকে প্রতিহত করবো।”
মাহফিলে জুলাই অভ্যূত্থানে শহিদ রাকিবের ভাই বক্তব্য দেন এবং জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। তিনি সৈরাচারি শেখ হাসিনার যথাযথ বিচার দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিবর্গ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা, এবং ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষ অংশে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।