আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরন সভা মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলাা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাস প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমান জানান, এ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৫ হাজার ৬শ ৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সি ৫ হাজার ৭৬ জন ও বারো থেকে ঊনষাট মাস বয়সি ৪০ হাজার ৬শ ৭ জন শিশু রয়েছে। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর ঐ দিন মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী পরিমানমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টিবার্তা প্রচারের কথা জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা
-
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় ০৮:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৫১৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ