পিরোজপুরের মঠবাড়িয়ায় গরু চুরি করে মাংস বন্টনের ঘটনায় মামলা করায় বাদীর পিতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে মঠবাড়িয়া সাংবাদকি ইউনিয়ন কার্যালয় সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিস্তারিত তুলে ধরেন। মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারের সদস্য মো. লাভলু বলেন, গত বছরের ১ জানুয়ারী বিকেলে স্থানীয় স্কুল মাঠ থেকে তার একটি গরু চুরি হয়। পরে থানা পুলিশের সহায়তায় থানা সংলগ্ন বাসিন্দা মৃত. আঃ মন্নান এর ছেলে আব্দুল্লাহ আল মারুফ এর বাসা থেকে জবাই করা গরুর মাথা, চামরা ও মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি (লাভলু) বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা (জি.আর-৫) করেন। এ মামলায় আব্দুল্লাহ আল মারুফ ওরফে থানাপাড়া মারুফ ১৯ দিন কারাভোগ করেন। এ মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘ দিন ধরে হুমকি দিয়ে আসছিলেন থানাপাড়া মারুফ। এ মামলায় থানা পুলিশ ৩ আসামীকেই অভিযুক্ত করে চার্জসীট আদালতে জমা দিলে থানাপাড়া মারুফ আমার পরিবারের সদস্যদের হয়রানি করার জন্য আমার বাবার বিরুদ্ধে জনৈক মো. রাজিবুল হাসান (৪৩) নামে এক ব্যক্তিকে বাদী বানিয়ে ৪০৬/৪২০ ধারায় আদালতে একটি মামলা (সি.আর-১১০/২৫) দায়ের করেন। রাজিবুল হাসান উপজেলার জানখালী গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে। মো. লাভলু আরও বলেন, এই রাজিবুল হাসানকে আমি বা আমার পরিবারের কোন সদস্য চিনি না। আমার বাবার কাছে টাকা পাবে এ মর্মে আদালতে একটি রেফ বা কার্টিজ পেপার প্রদর্শণ করেছে, সেখানে আমার বাবার স্বাক্ষর জ্বাল করেছেন। আমি প্রশাসনের কাছে ওই স্বাক্ষর যাচাই করার দাবী করছি। থানাপাড়া মারুফ বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক মানুষকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে করে আসছেন। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আব্দুল্লাহ আল মারুফের মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাভলুর পিতা মো. শহিদ তালুকদার, মা মোসাঃ তাজেনুর বেগম, আব্দুল্লাহ আল মারুফ কর্তৃক হয়রানির শিকার বড় মাছুয়া গ্রামের বাসিন্দা শফিকুল আলম সোহেল প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় গরু চুরি করে মাংস বন্টনের ঘটনায় মামলা করায় বাদী পরিবারের সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
-
মঠবাড়িয়া প্রতিনিধি
- আপডেট সময় ০৭:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৫২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ