ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ডিআইইউ হবে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান : উপাচার্য

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) হবে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সকল উন্নয়নে আমাদের একযোগে কাজ করতে হবে৷

মঙ্গলবার (১১ই মার্চ) বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন৷

উপাচার্য বলেন, আমরা যুগোপযোগী ও গবেষণাধর্মী পাঠ্যক্রম চালু করেছি। আধুনিক ল্যাব, ডিজিটাল লাইব্রেরি, ওয়ার্কশপ ও গবেষণার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। আমরা দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন একাডেমিক সহযোগিতা গড়ে তুলেছি, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। আমাদের শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তাঁরা গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের জন্য সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক স্বীকৃতি লাভের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে গবেষণার মান আরও উন্নত করা, নতুন নতুন কোর্স চালু করা এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা। আমি বলতে চাই যে, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত বা একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়, বরং এর মূল চালিকা শক্তি হলো শিক্ষক, শিক্ষার্থী ও গবেষণার মানোন্নয়ন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি করে তুলতে পারব।

এসময় তিনি সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইইউ হবে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান : উপাচার্য

আপডেট সময় ০৭:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) হবে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সকল উন্নয়নে আমাদের একযোগে কাজ করতে হবে৷

মঙ্গলবার (১১ই মার্চ) বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন৷

উপাচার্য বলেন, আমরা যুগোপযোগী ও গবেষণাধর্মী পাঠ্যক্রম চালু করেছি। আধুনিক ল্যাব, ডিজিটাল লাইব্রেরি, ওয়ার্কশপ ও গবেষণার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। আমরা দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন একাডেমিক সহযোগিতা গড়ে তুলেছি, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে। আমাদের শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তাঁরা গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের জন্য সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক স্বীকৃতি লাভের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে গবেষণার মান আরও উন্নত করা, নতুন নতুন কোর্স চালু করা এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা। আমি বলতে চাই যে, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত বা একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়, বরং এর মূল চালিকা শক্তি হলো শিক্ষক, শিক্ষার্থী ও গবেষণার মানোন্নয়ন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি করে তুলতে পারব।

এসময় তিনি সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান৷