জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরিক্ষা ২০২৪-২৫ কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রণয়ন করেছে নানাবিধ নীতিমালা। প্রশাসন কতৃক প্রণীত নীতিমালার তোয়াক্কা না করে স্থাপন করা হয়েছে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান।
৯ ফেব্রুয়ারি (রোববার) জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষার দিন নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা, নৃবিজ্ঞান সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভ্রাম্যমাণ দোকান চালায়।
সরেজমিন প্রত্যক্ষ করে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও স্কুল এন্ড কলেজের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্থায়ী দোকান চালায়। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে আবেগপ্রবণ বিজ্ঞাপন ও কথাবার্তা বলে মালামাল বিক্রি করে করে। বাজার দরের চেয়ে ২-৩গুন মূল্য গ্রহণ করতেও দেখা যায়।
এ বিষয়ে জাবি’র ৩ বর্ষের শিক্ষার্থী আহমেদ হোসেন বলেন, এটি জাবির জন্য লজ্জার। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেগপ্রবণ ও মুখরোচক কথা বলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হচ্ছে। আর বিশ্ববিদ্যালয় ত আজকের দিনে এসব দোকান নিষিদ্ধ ঘোষণা করেছে।
শরীয়তপুর থেকে আসা এক ভর্তি পরিক্ষার্থী বলেন, এখানের দোকান গুলোতে খাবারের দাম বেশি। ভ্রাম্যমাণ দোকানে বিভিন্ন জিনিসপত্র চড়া দামে বিক্রি করছে। অনেক দোকানী জাবি’র ট্যাগ লাগিয়ে জাবিয়ান আবেগের অপব্যবহার করছে।
উল্লেখ্য, এসব দোকানের উচ্ছেদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপরতা চালালেই শেষ পর্যন্ত সফল হয়নি।