২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছ পদ্ধতিতে থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ইউজিসি।
মোট ৭টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে ইউজিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং দুটি গেট অবরোধ করেন। শিক্ষার্থীরা স্লোগান দিয়ে তাদের দাবি জানায়। তবে বৈঠকের সিদ্ধান্ত জানার পর তারা গেট খুলে দেয়।