খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল আজ (২ ফেব্রুয়ারি) উপাচার্যের বাংলো সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ছাত্রীদের ফাইনালে এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিন ২-০ সেটে ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়, ম্যাচসেরা হন ইএস-এর অঞ্জলি। অন্যদিকে, ছাত্রদের ফাইনালে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিন একই ব্যবধানে বাংলা ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যেখানে ম্যাচসেরা নির্বাচিত হন এসডব্লিউই-এর সুমন সরকার। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় হন মোসাদ্দেক আল মামুন (এসডব্লিউই) এবং মেয়েদের বিভাগে নুসরাত জাহান জুহি (ডিএস)।
বিকাল ৫.৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর প্রশংসা করেন এবং ভবিষ্যতে অন্যান্য ক্রীড়া ইভেন্ট সফলভাবে আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি, ব্যক্তিগত পুরস্কার ও মেডেল তুলে দেন। সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।