আওয়ামী সরকারের আমল থেকে শুরু করে নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। এসব কারণে দিনকে দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। বেতন কমানোর পরিবর্তে নতুন করে বাড়ানোর প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠানটির জমিদাতাদের কোনো প্রতিনিধি না রাখায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে। প্রতিষ্ঠানটির পেটের ভেতরে থাকা এক চিকিৎসকের বিশাল আয়তনের বহুতল একটি বাড়ি দখলে নানা যড়ষন্ত্র চলছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় শিক্ষার আলো ছড়াতে ডেমরার কোনাপাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক হাজী সামসুল হক খান স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৯ সালে ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়ায় নিজের ধানক্ষেতে টিনের ঘর তুলে প্রথমে প্রাথমিক বিদ্যালয় চালু করেন। স্কুলের শিক্ষক সংখ্যা ছিল মাত্র ১২ জন। শিক্ষার্থী ছিল প্রায় একশ’। তার নিরলস প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে। সমাজসেবক ও সরকারি হস্তক্ষেপে প্রতিষ্ঠানটির পরিধি বাড়তে থাকে। বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদের সার্বিক সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ থেকে শুরু করে অকাঠামোসহ নানা দিক দিয়ে উন্নত হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি অন্তত ৪ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। স্কুলেরই ৬টি বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। যার মধ্যে একটি ৫ তলা, ২টি ৬ তলা, ১টি ৭ তলা ও অপরটি ৮ তলা।
স্থানীয় সূত্রগুলো বলছে, বর্তমানে স্কুল শাখায় শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজারের বেশি। আর কলেজ শাখায় ছাত্রীর সংখ্যা প্রায় ২ হাজার। কলেজ শাখায় কোনো ছাত্র নেই। তবে স্কুল শাখায় ছাত্র-ছাত্রী উভয়ই আছে। ২০১৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালু হয়। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। শিক্ষার্থীদের বেতন প্রায় হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার বেশি। তবে বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের মাসিক বেতনে সামান্য কিছু পার্থক্য আছে।
অধিকাংশ অভিভাবকের অভিযোগ, এলাকা অনুযায়ী শিক্ষার্থীদের বেতন তুলনামূলকভাবে বেশি। কারণ এলাকাটিতে নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষের বসবাসের হার তুলনামূলকভাবে অনেক কম। বিষয়টি বার বার শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমনকি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের বেতন মানবিক কারণে কমানোর প্রস্তাব করা হয়েছে একাধিকবার। কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নিচ্ছে না। কর্তৃপক্ষের বক্তব্য, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হলে বেশি টাকা বেতন গুনতে হবে।
স্থানীয়দের অভিযোগ, হাজী সামসুল হক খান শিক্ষা প্রতিষ্ঠানটি নিজের হাতে গড়ে তুলেছেন। জমি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন। শিক্ষকসহ স্থানীয়দের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক বড় হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষকের সংখ্যা ৩৭৫ জন। এছাড়া কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১২০ জন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠাতাদের দরিদ্র আত্মীয়-স্বজন বা তাদের ঘনিষ্ঠদের পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। অনেককেই টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগও আছে আর তাতেই কতিপয় লোক আজ কোটি কোটি টাকার মালিক আরো অভিযোগ রয়েছে অনেক শিক্ষকের ফ্ল্যাট ও ফ্লট রয়েছে মাত্র শিক্ষক হয়ে এতো সম্পত্তির মালিক হলেন কিভাবে এমন প্রশ্ন সচেতন মহলের।
স্থানীয়রা বলছিলেন, সবচেয়ে পরিতাপের বিষয়, যাদের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি সৃষ্টি ও প্রসার ঘটেছে, তাদের কাউকেই শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যকরী কমিটির কোনো পদে রাখা হয়নি। এমনকি প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও তাদের দাওয়াত পর্যন্ত দেওয়া হয় না। তাদের দরিদ্র আত্মীয়-স্বজনদের প্রতিষ্ঠানটিতে চাকরি পাওয়া তো দূরের কথা, প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের পর্যন্ত বেতন মওকুফ বা কমিয়ে দেওয়া হয় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীসহ প্রতিষ্ঠাতাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান। সেই ওয়ার্ডের আহমদবাগের বাসিন্দা ঠিকাদার শাহ আলম প্রতিষ্ঠানটির ভবন নির্মাণ, মেরামত, পলেস্টার, রং করাসহ যাবতীয় কাজ করেন। এসব কাজে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা ভাউচার করে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ভুয়া বিল ভাউচার করে বিপুল টাকা প্রতিষ্ঠানের ফান্ড থেকে তুলে নেওয়ারও অভিযোগ আছে। পুরো প্রক্রিয়াটির সঙ্গে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্যরা জড়িত বলে অভিযোগ আছে। প্রতিষ্ঠানটি থেকে কোটি কোটি টাকা হরিলুট হওয়ারও অভিযোগ আছে। সবচেয়ে বড় টাকার ভাগটি অধ্যক্ষের পকেটে যায় বলে স্থানীয়দের অভিযোগ।
জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের পদত্যাগের দাবি ওঠে। ওই সময় অধ্যক্ষ স্থানীয় প্রভাবশালীসহ সংশ্লিষ্টদের অনৈতিক সুবিধাসহ মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে অভিযোগ আছে। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরে মোটা অঙ্কের টাকা খরচ করে টিকে রয়েছেন অধ্যক্ষ সে কারনে সে বলে বেড়ায় তাকে সরানো এতো সহজ না দরকার হলে তিনি নাকি ছাত্র আন্দেলনের স্বমন্বয়কদের কিনতে পারবেন।
অভিযোগ আছে, শেখ হাসিনার পতনের পর সরকারের নির্দেশনা থাকার পরেও অধ্যক্ষের একক সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠানটি কৌশলে বন্ধ রাখা হয়েছিল। প্রতিষ্ঠান বন্ধ রেখে সব ম্যানেজ করেছেন অধ্যক্ষ। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ওই আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। সবশেষ অধ্যক্ষ স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যকে ৩ কোটি টাকা দিয়েছেন বলে এলাকা জনশ্রুতি আছে। টাকা দিয়ে সব ম্যানেজ করার কারণে তার পদত্যাগ নিয়ে পরবর্তীতে আর কোনো হইচই হয়নি। বর্তমানে তিনি বহাল তবিয়তে আছেন। যদিও তিনি দীর্ঘ সময় ধরেই প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে রয়েছেন। সুবিধা পেয়ে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোলস্না ঠিকাদার শাহ আলমের শ্যালিকাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার শাহ আলম শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য জমি কিনে দিয়েছেন। দালালি হিসেবে তিনি ছাড়াও অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা জমি কেনা বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জমি বেচাকেনা আর ঠিকাদারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন শাহ আলম। ভবন নির্মাণ থেকে শুরু করে যাবতীয় কর্মকান্ডে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তারাও বাড়তি সুবিধা নিয়েছেন।
সূত্র বলছে, স্কুলের পেটের মধ্যে থাকা এক চিকিৎসকের অন্তত ১৫ কাঠা জমির উপর একটি ৬ তলা বাড়ি আছে। বাড়িটির সামনে ও দক্ষিণ দিক ছাড়া সব দিকেই স্কুলের ভবন। বাড়িটি নেওয়ার জন্য নানাভাবে গোপন ষড়যন্ত্র চলছে। বাড়িটি না পাওয়ার কারণে প্রতিষ্ঠানটির কলেজ শাখা স্কুল শাখা থেকে ৩০০ গজ দক্ষিণ দিকে আলাদাভাবে ভবন নির্মাণ করতে হয়েছে। বাড়িটি বা বাড়ির জায়গাটি পেলে সেখানেই কলেজ ভবন স্থাপনের কথা ছিল। এ নিয়ে নানাভাবে জল ঘোলা হয়েছে।
রানী ভিলা নামের ওই বাড়ির ভাড়াটিয়াসহ অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল লাগোয়া বাড়ি হওয়ায় সেখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শব্দের কারণে টেকা দায়। এসব কারণে ভাড়াটিয়ারা উঠলেও কিছু দিন যেতে না যেতেই বাসা বদল করে ফেলেন। এমন পরিস্থিতির কারণে প্রায় সারা বছরই বাড়ির সামনের গেটে ফ্ল্যাট ভাড়া দেওয়ার নোটিশ ঝুলে থাকে।
অভিযোগ আছে, অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে নিজের নামে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন। ড. মাহবুবুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য অন্তত ১০টি মিনি বাস আছে। বিশাল সেই প্রতিষ্ঠানটির মালিক হয়েও তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে করে স্থানীয়দের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের আয় বেশি হওয়ায় এবং বাড়তি বেশি সুবিধা পাওয়ার কারণেই তিনি নিজের প্রতিষ্ঠানের দায়িত্ব নেননি। যদিও তার প্রতিষ্ঠান তারই কথামতোই চলছে। দুটি প্রতিষ্ঠান থেকেই তিনি মোটা অঙ্কের টাকা পাচ্ছেন।
এ ব্যাপারে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।