স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দারিদ্রা বিমোচন, সামাজিক অবকাঠামো, টেকসই উন্নয়নসহ স্বেচ্ছাসেবামূলক পরিচালনার লক্ষ্যে এনজিও কার্যক্রম বিষয়ক চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টেবর) চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়। চট্টগ্রামের এনজিওদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় জেলা পর্যায়ে সমন্বয় করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হল- আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এবং ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান।
উক্ত কমিটি এনজিও সমন্বয় সভা আয়োজনে সার্বিক সহযোগিতা, বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালনে সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে জেলা প্রশাসন, চট্টগ্রামের সাথে এনজিওদের সমন্বয় করে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা, জেলা প্রশাসন, চট্টগ্রাম হতে চট্টগ্রামে কর্মরত এনজিওদের বিষয়ে চাহিত তথ্য প্রদানে সার্বিক সহযোগিতা করবেন।