বিআরটিএ,তে যৌথ বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান -১৩, দালালের কারাদণ্ড।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল -১, মিরপুর অফিসে দালাল প্রচারক দ্বারা গ্রাহক হয়রানির অভিযোগ রয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল বেলা ১১,টার দিকে যৌথ বাহিনীর সহযোগিতায় বিআরটিএর ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বিআরটিএ,এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার ,এ সময় মিরপুর অফিস কম্পাউন্ডের ভিতরে ও বাহিরে অভিযান চালিয়ে দালালি ও প্রতারণার অভিযোগে ১৫, জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তাদের মধ্যে ১৩ জন আদালতের সম্মুখে নিজেদের দোষ স্বীকার করেন, আটককৃতরা হলেন,১) মো: হাবীবুর রহমান(৪৩) ২)রুবেল(৪৫) ৩)প্রনব রায়(৪০) ৪)মো: খোকন খান(৪৪) ৫)মো: শামীম(২৫) ৬)মো:জাকির হোসেন (৪২) ৭)মো:হানিফ(২৮) ৮)সোহাগ(৩৫) ৯)মো:সবুজ(৫৪) ১০)মো:ইমরান(২৮) ১১)হৃদয়(২১) ১২)মো:রিপন(২৮) ১৩)মো: আজিজ উদ্দিন(৩১) সহ প্রত্যেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিআরটিএর ভ্রাম্যমান আদালত-৬,এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার।
তিনি বলেন দালাল প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।