প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রামে শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন কালে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্ল সেক্টর কমান্ডার, কর্নেল মোঃ রেজাউল কবির,পিবিজিএম.কুমিল্লা ব্যাটালিয়ান (১০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন,(পিএসসি,জি,আর্টিলারি ),কুমিল্লা ব্যাটালিয়ান উপ- অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি,সহকারী পরিচালক, মো : ইমাম হোসেন সহ বিজিবির কর্মকর্তারা।
এদিকে শারদীয় উৎসবে কুমিল্লার সীমান্তবর্তী ১২২টি পুজামন্ডপে বিজিবি নিরাপত্তায় কাজ করেছেন।
এর আগে বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। দশমী তিথিতে পূজোর শেষ দিনে দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বিবাহিত নারীরা।
কুমিল্লার ৭৪৮টি মণ্ডপে মায়ের বিদায়বেলায় স্বামীর মঙ্গল চেয়ে একে অপরকে ললাটে বা ভাগ্যস্থানে সিঁদুর পরানোর খেলায় মেতে ওঠে বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।
প্রতি বছর বিজয়া দশমীতে দেবী দুর্গা তাঁর স্বামীর কাছে কৈলাশ পর্বতে শ্বশুর বাড়িতে ফিরে যান বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস।