ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

চট্টগ্রামে সব সবজির দাম বৃদ্ধি, মরিচ ১১০০ টাকা কেজি

চট্টগ্রামে কাঁচামরিচের দাম হাজার টাকা কেজি ছাড়িয়ে গেছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০৫০ টাকা থেকে ১১০০ টাকায়। আবার অনেক বাজারে টাকা দিয়েও মিলছে না কাঁচামরিচ।

চট্টগ্রাম-ফেনীসহ দেশের কয়েকটি জেলায় বন্যার অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বেশির ভাগ সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। গত ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

সবজি ব্যবসায়ীরা বলছেন, ফেনী-কুমিল্লায় বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফলে দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলা থেকে সবজি আসতে পারছে না। সবজিসহ সবকিছু পরিবহণ বন্ধ রয়েছে। এ কারণে সবকিছুর দাম হু হু করে বাড়ছে।

বুধবারও কেজিপ্রতি কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকার কম। শনিবার থেকে কাঁচামরিচের দাম বাড়তে শুরু করে। এখন কাঁচা মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গেছে। এমনকি টাকা দিয়েও মিলছে না কাঁচামরিচ। এখন ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকা দরে। মানভেদে ১০ টাকা কম-বেশি রয়েছে।

নগরীর কাঁচাবাজার চকবাজার, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ১৬০ টাকা, কাকরুল বিক্রি হচ্ছে ১৬০ টাকা, শসা ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা, চিচিঙ্গিা ১০০ টাকা, তিতা করলা ১২০ টাকা, টমেটো ৩০০ টাকা, বেগুন ১৪০ টাকা, আলু ৬৫ টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

চকবাজারের সবজি বিক্রেতা রূপম নাথ জানান, বন্যার পর থেকে উত্তরবঙ্গ থেকে কাঁচামরিচসহ সবজির কোনো গাড়িই আসেনি। এখন আগের সবজিগুলো বিক্রি হচ্ছে। আর কিছু সবজি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসছে। এ কারণে সব সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া কিংবা যানবাহন চলাচল স্বাভাবিক না হাওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে সব সবজির দাম বৃদ্ধি, মরিচ ১১০০ টাকা কেজি

আপডেট সময় ১০:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

চট্টগ্রামে কাঁচামরিচের দাম হাজার টাকা কেজি ছাড়িয়ে গেছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০৫০ টাকা থেকে ১১০০ টাকায়। আবার অনেক বাজারে টাকা দিয়েও মিলছে না কাঁচামরিচ।

চট্টগ্রাম-ফেনীসহ দেশের কয়েকটি জেলায় বন্যার অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বেশির ভাগ সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। গত ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত।

সবজি ব্যবসায়ীরা বলছেন, ফেনী-কুমিল্লায় বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফলে দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলা থেকে সবজি আসতে পারছে না। সবজিসহ সবকিছু পরিবহণ বন্ধ রয়েছে। এ কারণে সবকিছুর দাম হু হু করে বাড়ছে।

বুধবারও কেজিপ্রতি কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকার কম। শনিবার থেকে কাঁচামরিচের দাম বাড়তে শুরু করে। এখন কাঁচা মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গেছে। এমনকি টাকা দিয়েও মিলছে না কাঁচামরিচ। এখন ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকা দরে। মানভেদে ১০ টাকা কম-বেশি রয়েছে।

নগরীর কাঁচাবাজার চকবাজার, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ১৬০ টাকা, কাকরুল বিক্রি হচ্ছে ১৬০ টাকা, শসা ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা, চিচিঙ্গিা ১০০ টাকা, তিতা করলা ১২০ টাকা, টমেটো ৩০০ টাকা, বেগুন ১৪০ টাকা, আলু ৬৫ টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

চকবাজারের সবজি বিক্রেতা রূপম নাথ জানান, বন্যার পর থেকে উত্তরবঙ্গ থেকে কাঁচামরিচসহ সবজির কোনো গাড়িই আসেনি। এখন আগের সবজিগুলো বিক্রি হচ্ছে। আর কিছু সবজি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসছে। এ কারণে সব সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া কিংবা যানবাহন চলাচল স্বাভাবিক না হাওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।