পিরোজপুরের মঠবাড়িয়ায় জোর পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে বাদল আকন নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের পাঁচশতকুড়া নামক স্থানে। সরেজমিনে গিয়ে জানা যায়, পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা ফুল মিয়া আকনের ছেলে বাদল আকন একই এলাকার বাসিন্দা মৃত ছাকাওয়াত হোসেন মৃধার ছেলে সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মৃধার কাছ থেকে পাঁচশতকুড়া টিকিকাটা মৌজার জেল নং ৪৫ এর ১৬ ও ১৭ নং ক্ষতিয়ানের ১১১ ও ৩৭৯ নং দাগের ৬৬ শতাংশ জমি থেকে ৫২ শতাংশ জমি ক্রয় করেন। উক্ত জমি জসিম উদ্দিন মৃধা বাদল আকনকে ভোগ দখলে বুঝিয়ে দিলে বাদল আকন চাষাবাদ করতে থাকেন। অপর দিকে একই এলাকার বাসিন্দা আঃ রশিদ হাওলাদারের ছেলে মানিক মিয়া জসিম উদ্দিন মৃধার কাছ থেকে ১৭ শতাংশ জমি ক্রয় করলে উক্ত জমি জসিম উদ্দিন মৃধা মানিক মিয়াকে সরেজমিনে বুঝিয়ে দিলে মানিক মিয়ার শ্বশুর মজিবুর মৃধা হালচাষ করলে উক্ত জমি রাতের আঁধারে বাদল আকন জোর পূর্বক জমিতে বীজ রোপণ করে ফেলে। বিষয়টি নিয়ে সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মৃধা জমির ফয়সালার জন্যে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিকে বাদল আকন জমির ফয়সালা না করে উল্টো সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মৃধার বিরুদ্ধে জমি দখলের নামে একটি সংবাদ প্রচার করে মানহানি করে। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন মৃধা সহ এলাকা বাসীর কাছে জানতে চাইলে তারা জানান, বাদল আকন তার ক্রয়কৃত জমিতে ভোগ দখলে থাকা সত্বেও তার জমির পাশে থাকা জসিম উদ্দিন মৃধার বাকি জমি সে ক্রয় করতে চায় বিদায় জোর পূর্বক মানিক মিয়ার ক্রয় করা জমি জবর দখল করেন।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় জোর পূর্বক জমি দখল, উল্টো সংবাদ প্রচার করে মানহানি করার অভিযোগ
- মঠবাড়িয়া, (পিরোজপুর প্রতিনিধি)
- আপডেট সময় ০৭:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- ৫৬৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ