বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ অন্যান্য বিদেশি তারকাদের বাংলাদেশে আগমন নিয়ে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করের টাকা পরিশোধ ও ভ্যাটের টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ায় এনবিআরের আর কোনো আপত্তি নেই। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে নোরা ফাতেহির অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলিউডের এই আইটেম ড্যান্সার।
সূত্র জানায়, আয়োজক প্রতিষ্ঠান ওমেন্স লিডারশিপ কর্পোরেশন টিকিট বিক্রির বিপরীতে ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট ভ্যাট এনবিআরের ভ্যাট বিভাগে কমিশনারেটে জমা দিয়েছে। তবে আইন অনুযায়ী প্রযোজ্য ভ্যাটের দ্বিগুণ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হয়। আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হবে। ইতোমধ্যে এনবিআরের ভ্যাট বিভাগে ৩ লাখ ৭৫ হাজার টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। অনুষ্ঠানের জন্য ১৫, ১০ ও ৫ হাজার— এই তিন ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, ভ্যাটের সব আইন মানবে বলে অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে ভ্যাট কমিশনারেট থেকে অনুষ্ঠানটি তদারকি করা হবে। টিকিট বিক্রিতে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয়। আর ভেন্যু ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট রয়েছে।
তবে আয়োজক প্রতিষ্ঠান নোরা ফাতেহির জন্য যা খরচ করবে, তার ওপর ৩০ শতাংশ উৎসে কর প্রযোজ্য। এই কর পরিশোধ না করায় নোরা ফাতেহির আসা নিয়ে আপত্তি জানায় এনবিআরের আয়কর বিভাগ। কর পরিশোধ নিশ্চিত করতে সোমবার (১৪ নভেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ওমেন্স লিডারশিপ কর্পোরেশন মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রায় সাড়ে ৪ লাখ ৪৫ হাজার টাকার কর পরিশোধ করে কর বিভাগ থেকে অনুমতি নেয়।
এর আগে নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজক ওমেন্স লিডারশিপ কর্পোরেশন ভ্যাট বিভাগে কোনো আবেদন করেনি। আইন লঙ্ঘন করে যেন কোনো অনুষ্ঠান আয়োজন না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ভ্যাট উত্তর কমিশনারেটকে চিঠি দেয় এনবিআর। বুধবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আবদুস সাদেক স্বাক্ষরিত ওই চিঠি দেওয়া হয়।
পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ওমেন্স লিডারশিপ কর্পোরেশন কর্তৃপক্ষ ভ্যাট উত্তর কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে। আয়োজক প্রতিষ্ঠান সব আইন ও নিয়ম মানার অঙ্গীকার এবং ব্যাংক গ্যারান্টি দেওয়ার পর অনুষ্ঠানের অনুমতি দেয় ভ্যাট বিভাগ।