পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠের পাশে একটি বাসায় গ্যাস লিকেজের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে আগুন নিভে যাওয়ায় ঘটনাস্থলে যাওয়ার আগে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ফিরে আসে।
কিন্তু বেলা ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে সেখানে আবারও আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি রওনা হয়েছে।
সোমবার (১ মে) বেলা ১১টা ৪৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ওই ভবনের পাশে আবারও আগুনের সংবাদ পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
রাকিবুল হাসান বলেন, আমাদের দুটি ইউনিট সেখানে গেছে। আমাদের টিম দুপুর সাড়ে ১২টার দিকে জানায় যে সেখানে আগুন নেই ধোঁয়া ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা চলে আসছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।