প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকায় প্রায় দেড় একর জমিতে গাজীপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) নির্মাণকাজ শেষ হয় ২০১৭ সালে। প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে ২০২০ সালের ১০ জানুয়ারি।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
বিপুল ব্যয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহ
গাজীপুরের এই আইএইচটিতে ৯ তলা একটি একাডেমিক ভবন, ৬ তলা ছাত্রাবাস, ৭ তলা ছাত্রীনিবাস এবং প্রশিক্ষক ও কর্মকর্তাদের বসবাসের জন্য ১০ তলা ভবন করা হয়েছে। কিন্তু ভবনগুলোর ব্যবহার সামান্য।
কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলামের (পাপুল) বিরুদ্ধে মানব পাচারের মাধ্যমে ৩৮ কোটি ২২ লাখ টাকা আয়ের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
প্রথম আলো
মানব পাচারে শহিদের আয় ৩৮ কোটি
শহিদ ইসলাম কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর ২০২০ সালের ৭ জুলাই ঢাকার মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা হয়। কাছাকাছি সময় পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা হয়।
সুদানের পরিস্থিতি খুবই খারাপ। তার চেয়ে বেশি খারাপ আমাদের। বিশেষ করে আমরা যারা খার্তুমে আছি। দেশের মঞ্চ কাঁপানো বক্তব্যে আমরা রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধির কারিগর, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
যুগান্তর
বাংলাদেশিরা বড় অসহায়
গড়পড়তা হিসাবে সুদানে প্রায় ২-৩ হাজার বাঙালি। এর মধ্যে ৬০০ জন মাত্র নিবন্ধিত হয়েছে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের দেশে ফেরার তালিকায়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল মো. আউয়াল হোসেনের বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ উঠেছে। ডিএসসিসি’র জায়গা, ব্যক্তি মালিকানাধীন বাড়ি-মার্কেট, ওয়াকফ এস্টেট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও দখল করেছে আউয়াল ও তার বাহিনী।
যুগান্তর
কাউন্সিলরের দখলে শত কোটি টাকার জায়গা
‘রক্ষক যখন ভক্ষক’ হয়ে ওঠে তখন মানুষকে পোহাতে হয় সীমাহীন দুঃখ-দুর্দশা। আউয়াল ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে সন্ত্রাস-চাঁদাবাজি, দখল বাণিজ্যের অভিযোগ থাকলেও তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
আগামী দিনে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতকে রপ্তানি আয়ের অন্যতম উৎস হিসেবে দেখতে চায় সরকার। ২০২৫ সালের মধ্যে এই খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য। তথ্যপ্রযুক্তির বিকাশে জেলায় জেলায় নেওয়া হয়েছে হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ।
সমকাল
হাই- টেক পার্ক খুঁড়িয়ে চলছে
পার্কগুলোতে তথ্যপ্রযুক্তিবিষয়ক কার্যপরিধি একেবারেই কম। জুতসই পরিবেশ না থাকায় অনেক প্রতিষ্ঠান পার্ক থেকে গুটিয়ে নিয়েছে তাদের কার্যক্রম। কেউ কেউ আবার পার্কে বরাদ্দ নিয়েও শুরু করেনি কর্মকাণ্ড।
বিশ্বের বৃহত্তম নদীব্যবস্থা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম)। এ ব্যবস্থার আওতাভুক্ত নদী-উপনদী-শাখানদীগুলো দিয়ে প্রতি বছর উজান থেকে আসা পলি প্রবাহিত হয় ১০০ কোটি টনেরও বেশি।
বণিক বার্তা
দেশের নদীগুলো পলিপ্রবাহ হারাতে পারে ৮৮%
বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল নদী অববাহিকা অঞ্চলটি গড়ে উঠেছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সমন্বয়ে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের এক লাখ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গড়েছে অববাহিকা অঞ্চলটি। এখানে বসবাস করছে ১৭ কোটিরও বেশিসংখ্যক মানুষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী জুন মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় প্রতিষ্ঠানটি।
প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচনের বছরে ইসির অর্ধেক পদ খালি
সম্প্রতি বিষয়টি নিয়ে ইসির সমন্বয় সভায় আলোচনা হয়। সেখানে জানানো হয়, ইসির মঞ্জুরীকৃত মোট পদ ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন ২ হাজার ২৫৭ জন। বাকি ২ হাজার ৬০৪টি পদ শূন্য রয়েছে।
এছাড়া অবশেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব বইয়ের সংশোধনী দিল এনসিটিবি; রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আরও ২০% কমাতে হবে; ১৩ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক; বাংলাদেশে সূর্য ভালুক কি বিলুপ্ত; আ.লীগের দেখা দেখানোর মিশন সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।