রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালার প্রদত্ত ক্ষমতাবলে সরকার শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন করল।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ১৬ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান। বোর্ডে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন চারজন।
তারা হলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এবং জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান।
এছাড়া কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালককে এই পরিচালনা বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।