মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ওবায়দুল হক ওরফে লাজু (৪০)কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত লাজু রংপুর জেলার পীরগাছা থানার অনন্তরাম রামজরা গ্রামের মৃত আঃ গফুরের পুত্র।
আজ বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি চৌকস দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় যাত্রাবাড়ী থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে লাজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ শনিবার বিকেলে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারজৃত আসামি মোঃ ওবায়দুল হক ওরফে লাজু’র বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ২০১৬ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে সে ৪ মাস জেল খেটে ২০১৬ সালে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোন শুনানিতে হাজির হয়নি।
এএসপি ফারজানা হক জানান, পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে ৭(সাত) বছরের কারাদন্ড প্রদান করেন। জামিনের পর থেকে গ্রেফতারকৃত আসামী মোঃ ওবায়দুল হক ওরফে লাজু রাজধানীর যাত্রাবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।