চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে গতরাতে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়।
ভোর ৪ঃ ৫৪ মিনিটে নাইক্ষ্যংছড়ি রামু নামক স্থানে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে সামনের দরজা আটকে যায়। হেলপারের হাত কেটে গেছে । বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হয়েছেন। বেশিরভাগই বুকে, মাথায়, হাতে আঘাত পেয়েছেন। বাসে থাকা যাত্রীদেরকে জানালা দিয়ে বের করে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে সকলেই বিকল্প যানবাহনে করে গন্তব্যে পৌঁছেছেন।
বাসে থাকা এক যাত্রি আমির হাসান বাবলু জানান তাদেরকে বহন করা বাসটি ৭০ কিঃমিঃ গতিতে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারলে বাসটি ট্রাকের মধ্যে ঢুকে যায়।
উল্লেখ্য চাঁদপুর জেলা থেকে R F L এর ডিলারগন তাদের কোম্পানির একটি ট্যুরে কক্সবাজার যাচ্ছিলেন।