আগামী সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো চেষ্টা করা হলে আমরা এর মোকাবিলা করবো। যেকোনো ধরণের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা, অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল – মামুন বিপিএম (বার) এসব কথা বলেন।
আজ ৯ই ফেব্রুয়ারী দুপুর ৪ টায় কুমিল্লা পুলিশ লাইন মাঠে বেলুন উড়ানো,পায়রা উড়ানো ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।
এসময় কুমিল্লা জেলার প্রতিটি উপজেলার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেয়।এছাড়া ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্রীড়াপ্রতিযোগিতায় অংশ নেয় জেলা পুলিশের সদস্যরা।
উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সাপের খেলা ও বানর নাচ দেখানো হয় এবং আগত অতিথিদের জন্য বিভিন্ন ধরনের স্টল বসানো হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, সভাপতি, পুলিশ নারী কল্যাণ সমিতি,বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃআনোয়ার হোসেন বিপিএম (বার) এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান সহ আরো অনেকে।