র্যাব-৫-সিপিসি -২’র নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে নাটোর জেলার নলডাঙ্গা থানার মাধনগর এলাকায় ঋণ দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ’র অভিযোগে কথিত “নদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ” এর মূলহোতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল ইসলাম(২৮)সহ ৪জনকে আটক করেছে র্যাব।
০৮ ফেব্রুয়ারী (বুধবার )দিবাগত রাত ১০.১৫ মিনিটে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫সিপিসি-২’র কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
উল্লেখ যে,ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ১ নং আসামি জহুরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগম এর বাড়ি ভাড়া নিয়ে আসামিগন জে,এন্ড,জে টেক্সটাইল ও নদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এবং সেনা কল্যাণ সংস্থা নামের প্রতিষ্ঠান চালু করে।
উক্ত প্রতিষ্ঠানে ভুক্তভোগীগণের স্ত্রীসহ আশে পাশের গ্রামের প্রায় ২৫০ জনের কাছ থেকে সাপ্তাহিক কিস্তির মাধ্যমে বিভিন্ন অংকের টাকা জামানত নিয়ে মোটা অংকের টাকা ঋণ দিবে বলে গ্রাহকদের নিকট হতে নদী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পাশ বইয়ের মাধ্যমে কর্মচারীরা টাকা সংগ্রহ করে এবং গ্রাহকরা জমাকৃত টাকার মাধ্যমে ঋণ চাইলে ঋণ না দেওয়ার কারণে গ্রাহকগণ তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা করে ও অফিস বন্ধ করে পালিয়ে যায়।
পরে ৮ ফেব্রুয়ারী ২৩ ইং বুধবারে ভুক্তভোগী অভিযোগকারীগণ আসামীগণের নিকট জমাকৃত টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিলে ভুক্তভোগী জীবন রক্ষার্থে সেই স্থান থেকে পালিয়ে পাটুল বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পেয়ে বিস্তারিত তথ্য জানালে র্যাবের একটি অভিযানিক দল বুধবার রাত ১০.১৫ মিনিটে অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামিগণ সাক্ষিদের সামনে স্বীকার করে তারা পরস্পর যোগসাজশে প্রতারণার উদ্দেশ্য বিভিন্ন এলাকায় শতশত হতদরিদ্র মানুষের কাছ থেকে পাশ বইয়ের মাধ্যমে ঋণ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীঃ ১.মোঃ জহুরুল ইসলাম (২৮) সম্পাদক পিতা- মোঃ জেহের আলী, সাং- সাং হালতি , ২. মোঃ মওদুদ রহমান মধু(৫২) এ্যডমিন অফিসার, পিতা মৃত জাফর আলী, সাং বাসুদেবপুর (সাজিপাড়া) ৩.বাবুল হক (বাবু) (এ্যডমিন অফিসার) পিতা মোঃ হারুনর রশীদ, ৪.শ্রী প্রকাশ চন্দ্র প্রামাণিক (অফিস স্টাফ) পিতা শ্রী দেবতী প্রামাণিক উভয় সাং পূর্ব মাধনগর, সর্ব সাং নলডাঙ্গা, জেলা নাটোর।
র্যাব জানান, উপরোক্ত ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগীগণ বাদি হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। র্যাব-৫সিপিসি-২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহঃস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
আরও বলেন এ ধরণের প্রতারকদের বিরুদ্ধে অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-৫-সিপিসি-২ বদ্ধপরিকর। র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।