নবপ্রকাশিত ২০২৩ সালের এইসএসসি পরীক্ষায় মানাবিক শাখা থেকে ১৭,বিজ্ঞান থেকে ২৮, ব্যবসা থেকে ১ এবং কারিগরি বিএমটি শাখা থেকে ৬ জন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এদের মোট পরীক্ষার্থী ছিল ৬৮৭।সাধারন শাখায় পাশের হার ৯৪.৭৪% ও বিএমটি শাখা পাশের হার ১০০%।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের এইচএসসি ২০২৩ পরীক্ষায় এমন অসাধারণ ফলাফলে আনন্দিত শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীরাও।
ঐ কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহির উদ্দিন জানান,আমরা দিনরাত তদারকির ও শিক্ষার্থীদের খেয়াল রেখে ছিলাম আর তারাও আমাদের নির্দেশনা মেনে চলেছে ফলে অসাধারণ রেজাল্ট এসেছে আমাদের।
তিনি আরো বলেন,শিক্ষার্থীরা আমাদের কথা অনেকটাই মেনে চলেছে।এই ধারাবাহিকতায় ইনশাল্লাহ সামনে আরো ভালো ফলাফলের আশা রাখি।
ঐ কলেজের স্নাতক শিক্ষার্থী ছাত্রনেতা শেখ শাহিন উদ্দিন শাহীন বলেন,কলেজের লেখাপড়ার পরিবেশ ও মান দিন দিন উন্নতি হচ্ছে। এইবারের এসএসসি পরীক্ষায় তারা সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পেয়েছে।