সৃষ্টি থিয়েটারের ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাহ আবু নাসের, জেলা পরিষদের প্যানেল মেয়র সেলিনা আবেদীন, কবি কোহিনূর বেগম, রমেন্দ্র তালুকদার অনু, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বণিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃষ্টি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি। সঞ্চালনা করেন তাওহিদুল হক ওহি ও ইসরাত জাহান নাজাত। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদানসহ নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন হয়। সংগীত পরিবেশন করে ব্যান্ড ইনভার্স সহ স্থানীয় শিল্পীবৃন্দ।