আজ থেকে প্রায় সব মডেলের গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করেছে মারুতি সুজুকি। যেখানে প্রতি মডেল হিসেবে গড়ে প্রায় ১.১% মূল্য বৃদ্ধি পেতে পারে। আজ (১৬ জানুয়ারি-২০২৩) থেকে নতুন এ দাম কার্যকর করা হবে।
গত বছরের ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে দাম বৃদ্ধির ব্যাপারে ঘোষণা করেছিল মারুতি সুজুকি। সংস্থা জানিয়েছিল, সামগ্রিক মুদ্রাস্ফীতি এবং সাম্প্রতিক নিয়ন্ত্রক সংক্রান্ত নিয়ম মানতে গিয়ে গাড়ি তৈরিতে খরচ বেড়েছে। উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে। আর সে কারণেই দাম বাড়ানো হবে।
গত সপ্তাহে নয়ডায় ইন্ডিয়া অটো এক্সপোতে, মারুতি সুজুকি স্পোর্টস ইউটিলিটি গাড়ির বিভাগে দুটি নতুন মডেল – জিমনি এবং ফ্রনক্স উন্মোচন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর বেশিরভাগ গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানই বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণ বলা হয়েছে। এছাড়া ভারতের সরকারের নতুন নিয়মাবলীর কারণেও গাড়িতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সে কারণেও খরচ বাড়ছে বলে দাবি নির্মাতাদের।
তবে গাড়ির দাম বাড়লেও চাহিদার প্রভাব পড়েনি। মারুতি সুজুকি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সব সংস্থা মিলিয়ে মোট ৩৭.৯৩ লাখ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। ২০২১ সালে যার সংখ্যা ছিল ৩০.৮২ লাখ।