সাতক্ষীরার কালিগঞ্জে কিশোর- কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতাধীন, মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত উক্ত প্রতিযোগিতা বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শুরু হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আজাহার আলী। তিনি বক্তব্যকালে বলেন, সুস্থ্য সাংস্কৃতি চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
নিজ নিজ শ্রেণী কক্ষের পাঠ্যবইয়ের বাহিরে নিজেকে শানিত করতে,জ্ঞানচর্চা করতে বিশিষ্টজনদের লেখা বই পড়তে হবে। আবৃতি, অংকন, সঙ্গীত, নৃত্য ও ক্রীড়া প্রতিযোগিতা মনকে প্রফুল্ল্যতা আনে। প্রতিযোগিতা অনুষ্ঠানটি কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক, সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা পরিদর্শক শিখা রানী মন্ডল। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। খুলনা বেতারের শিল্পী ও উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য, কনিকা রানী সরকার। অফিস সহকারী, জয়দেব দত্ত। সাংবাদিক শেখ নুর আহমেদ ঈমন ও মাসুম প্রমুখ। আলোচনা সভাশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এ সময়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন সুকুমার দাশ বাচ্চু, কনিকা রানী সরকার ও এম হাফিজুর রহমান শিমুল।