হবিগঞ্জে ০৪ জানুয়ারী ২০২৩ ইং সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,শায়েস্তাগঞ্জ মোঃ নাবিদ ভূঞার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানার চাঁনপুর এলাকায় ০৫(পাঁচ) জনকে গাঁজা সহ হাতেনাতে বটক করা হয়েছে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ০৩(তিন) মাসের কারাদণ্ড ও ৫০(পঞ্চাশ টাকা) অর্থদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন। আসামীদের মধ্যে রয়েছে ১।আরতি রবিদাস(৬৫),পিতা-মৃত গরুলাল রবিদাস,সাং- চাঁনপুর,উপজেলা-শায়েস্তাগঞ্জ,জেলা- হবিগঞ্জ। ২। বাসন্তি রবিদাস(৪০),পিতা- মৃত মতিলাল রবিদাস, সাং- চাঁনপুর,উপজেলা-শায়েস্তাগঞ্জ,জেলা-হবিগঞ্জ। ৩। রামলাল রবিদাস(২৯),পিতা-মৃত নিমকুমার রবিদাস, সাং-চাঁনপুর,উপজেলা-শায়েস্তাগঞ্জ,জেলা-হবিগঞ্জ । ৪। অঞ্জনা রবিদাস(৩০),পিতা-মৃত নিমকুমার রবিদাস,সাং-চাঁনপুর,উপজেলা-শায়েস্তাগঞ্জ,জেলা-হবিগঞ্জ । ৫। মোঃ আনোয়ার হোসেন(৩৫),পিতা-মোঃ মরম আলী, সাংঃ-দক্ষিণ সুরমা,উপজেলা,দক্ষিণ সুরমা,জেলা,সিলেট।