নানা আয়োজনে যশোরে উৎযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দুপুরে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা হয়।এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে দুপুরে ঢাক-ঢোল পিটিয়ে শহরে পৃথকভাবে আন্তর্জাতিক শোভাযাত্রা বের করে সংগঠনটি। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধুু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে দড়াটানা ও আশেপাশের এলাকা। দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে শত শত নেতাকর্মী। এরপর দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্ররিকল্পিত স্মার্ট বাংলাদেশ গঠন ও সব অপশক্তি রুখে দিতে রাস্তায় থাকার প্রত্যয় ব্যক্ত করেন জেলা ছাত্রলীগের নেতারা।
এছাড়া বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের নেতৃত্বে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এছাড়া বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা জেলা পরিষদ মিলনায়তনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, আরিফুর রহমান সাগর, কায়েস আহমেদ রিমু, রাজু রানা, আলী হাসান, মোর্তজা রিফাত, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,আশিকুর রহমান হৃদয়, মাসুম হাসান কৌশিক। সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, মারুফ হোসেন, রাকিবুল আলম হিরণ, এস এম তানভীর আহমেদ রিয়েল ও ফাহমিদ হুদা বিজয়।