এমনটি অভিযোগ করেন ভুক্তভোগী কে,এম,মারুফ রেজা। মারুফ রেজা জানান, বেতাগী পৌরসভারবরগুনার বেতাগীতে ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি খাস সম্পত্তিতে নেয়ার উদ্দেশ্য আদালতের নির্দেশনা অমান্য করে ১৪৪ ধারা জারি করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে বেতাগী সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে।
টাউন ব্রীজ সংলগ্ন তার কবলা করা রেকর্ডীয় সম্পত্তিতে কয়েকটি ব্যাবসা প্রতিষ্টান ছিল। ইউএনও’র নির্দেশে ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশীলদার তাকে দীর্ঘদিন যাবত অহেতুক হয়রানি করে আসছে। সহকারি জজ আদালত থেকে জমিতে নিষেধাজ্ঞা থাকার পরেও তা ভঙ্গ করে ইউএনও’ উচ্ছেদ করে ঘরগুলো ভেঙ্গে ফেলেন। এতে চারটি দোকানে ৬৬ লক্ষ্য ৩৩ হাজার টাকায় নির্মান করা পাকা স্থাপনা ঘর ভেঙে ফেলে ঘরে থাকা ২৫০ বস্তা সিমেন্ট নিয়ে যাওয়ারও অভিযোগ করেন মারুফ রেজা । তিনি আরও বলেন,খাস খতিয়ানে ভূমি অফিসের ৮৬ শতাংশ জমি ইউএনও বুঝে না নিয়ে সাধারন মানুষের রেকর্ডীয় সম্পত্তি খাস খতিয়ানে নিতে কেন ব্যাস্ত। তবে এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি বেতাগী সহকারী কমিশনার, ভূমি